Kolkata to Pakyong Flight: খুলে গিয়েছে সিকিমের প্যাকিয়ং বিমানবন্দর (Pakyong Airport) । এবার শহর কলকাতা থেকে মাত্র ১ ঘণ্টার মধ্যেই উড়ে যেতে পারবেন প্রতিবেশী রাজ্য সিকিমে (Sikim)। গরমের ছুটিতে পাহাড়ি রাজ্য সিকিমে বেড়াতে যেতে চাইলে এবার আকাশপথ ব্যবহার করতেই পারেন। অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাবেন সুন্দরী সিকিমে। কলকাতার পাশাপাশি দিল্লি পর্যন্ত বিমান পরিষেবা মিলছে সিকিমের এই প্যাকিয়ং বিমানবন্দর থেকে। কলকাতা থেকে কবে কবে ছাড়ছে বিমান? ভাড়াই বা কত? এসব নিয়েই রইল বিশেষ এই প্রতিবেদন।
জানা গিয়েছে, গত ৩১ মার্চ থেকে দিল্লি এবং কলকাতা থেকে সিকিমের প্যাকিয়ঙে বিমানে পৌঁছোনো যাচ্ছে। একাধিক বেসরকারি সংস্থা এই রুটে বিমান পরিষেবা চালু করেছে। জানা গিয়েছে, আপাতত সপ্তাহে ৫ দিন দিল্লি থেক স্পাইসজেটের বিমান যাচ্ছে সিকিমের প্যাকিয়ং বিমানবন্দরে। তবে কলকাতা (Kolkata) থেকে সিকিমের প্যাকিয়ং বিমানবন্দর পর্যন্ত উড়ান পরিষেবা মিলছে সপ্তাহে ৭ দিনই।
কলকাতা থেকে সিকিমগামী বিমান ছাড়ছে কখন?
জানা গিয়েছে, কলকাতা থেকে প্রতিদিন স্পাইসজেটের (SpiceJet) বিমান সকাল ৮.০৫ মিনিটে ছেড়ে যাচ্ছে। বিমানটি সিকিমের প্যাকিয়ং বিমানবন্দরে পৌঁছোচ্ছে সকাল ৯.৩৫ মিনিটে। একইসঙ্গে প্যাকিয়ং বিমানবন্দর থেকে সকাল সাড়ে ১০টায় কলকাতার উদ্দেশে ছাড়ছে একটি বিমান। সেটি কলকাতায় পৌঁছোচ্ছে বেলা ১২.১০ মিনিটে।
আরও পড়ুন- Digha: ভাবতেই পারবেন না! পর্যটকদের স্বার্থে অকল্পনীয় উদ্যোগ দিঘায়! যুগান্তকারী তৎপরতায় প্রশংসার স্রোত!
কলকাতার পাশাপাশি দিল্লি থেকেও সিকিমের উদ্দেশে স্পাইসজেটের বিমান সকাল ৯.৪৫ মিনিটে রওনা দেবে। সেটি সিকিমে পৌঁছোবে বেলা ১২.৪০ মিনিটে। ফিরতি পথে দুপুর ১.১০ মিনিটে দিল্লির উদ্দেশে বিমানটি রওনা দিয়ে রাজধানীতে সেটি পৌঁছোবে বিকেল ৪.১০ মিনিটে।
বিমান ভাড়া কত?
জানা গিয়েছে, স্পাইসজেটের বিমানে কলকাতা থেকে সিকিমের প্যাকিয়ং পর্যন্ত ভাড়া ৫,২৭৬ টাকা। ইন্ডিগোর (IndiGo) বিমানের ক্ষেত্রে এই ভাড়া পড়বে ৫,০৬৮ টাকা। এছাড়াও দিল্লি-প্যাকিয়ং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস (Air India Express) বিমানের ভাড়া ৬,৩১৫ টাকা।