VHP: ঐক্যের বার্তা! কলকাতায় বিরাট মিছিল বিশ্ব হিন্দু পরিষদের

VHP: কলকাতায় মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে অংশ নিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা।

VHP: কলকাতায় মিছিল বিশ্ব হিন্দু পরিষদের। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিলে অংশ নিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী-সমর্থকরা।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
vhp, ভিএইচপি

VHP: প্রতীকী ছবি।

আজ কলকাতার বুকে বিরাট এক মিছিল করল বিশ্ব হিন্দু পরিষদ (VHP)। হিন্দুত্ববাদী এই সংগঠনের এই মিছিল শুক্রবার শিয়ালদহ থেকে শুরু হয়ে কলেজ স্কোয়ারের দিকে যায়। সেখানেও আগেভাগে জড়ো হয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সমর্থকরা। সেখান থেকে মিছিল ধর্মতলা হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে রানি রাসমণি রোড পর্যন্ত পৌঁছায়। 

Advertisment

মিছিলে অংশগ্রহণ করেন প্রায় VHP-এর ৫,০০০-এরও বেশি সমর্থক ও সংগঠনের সদস্য। কলকাতা ছাড়াও হাওড়ার বিভিন্ন জায়গা থেকে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা এই মিছিলে যোগদান করেছিলেন।

 পাকিস্তান বিরোধী স্লোগান উঠতে থাকে মিছিলে, ওঠে হিন্দু নিপীড়নেরও অভিযোগ।বিশ্ব হিন্দু পরিষদের তরফে জানানো হয়, এই মিছিলের উদ্দেশ্য ছিল হিন্দু সমাজের ঐক্য, সামাজিক মূল্যবোধ রক্ষা এবং নাগরিকদের মধ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধি। মিছিলে ছিল ব্যানার, ধ্বনি, ধর্মীয় সংগীত এবং বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা।

Advertisment

সংগঠনের পূর্বাঞ্চলীয় মুখপাত্র অরবিন্দ শর্মা বলেন, “এটা শুধুই ধর্মীয় মিছিল নয়, বরং সমাজে শান্তি, সম্প্রীতি এবং আদর্শ জীবনযাত্রার বার্তা পৌঁছে দেওয়ার একটি প্রচেষ্টা।”

আরও পড়ুন- West Bengal News Live:জ্বালাপোড়া গরম থেকে মিলবে প্রাণের স্বস্তি! মুষলধারায় বৃষ্টি কাল থেকেই

 মিছিলের কারণে শহরের কেন্দ্রস্থলে কিছুটা যানজট তৈরি হয়। কলকাতা পুলিশ ও প্রশাসনের তরফে নেওয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। 

রাস্তায় ছিল অতিরিক্ত ট্রাফিক নিয়ন্ত্রণ বাহিনী ও মোতায়েন ছিল সিসিটিভি ক্যামেরা। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন লালবাজারের এক আধিকারিক।

 আবার কিছু সাধারণ নাগরিক যানজটের জন্য অসন্তোষ প্রকাশ করেন। তবে সামগ্রিকভাবে শান্তিপূর্ণভাবেই মিছিল সম্পন্ন হয়।

kolkata VHP Bengali News Today Vishwa Hindu Parishad (VHP)