ধীরে ধীরে আবহাওয়ার বদল ভালো রকম অনুভব করা যাচ্ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই নামছে রাতের পারদ। সন্ধে নামলেই যেন শীত-শীত ভাব। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা আরও কমবে। ক্রমশই বাড়বে শীতের আমেজ। বেশ কয়েকদিন ধরেই ভোরের দিকে কয়েকটি জেলায় কুয়াশার দেখা মিলছে। শীতের আমেজে শুষ্ক টান অনুভূত হচ্ছে। মোটের উপর রাজ্যে ইনিংস শুরু শীতের। তবে এখনও পাকাপাকিভাবে শীত পড়তে বেশ কিছুটা সময় বাকি।
শীতের আমেজ এলেও এখনও রাজ্যে পাকাপাকিভাবে শীত পড়তে ঢের দেরি। অন্তত হাওয়া অফিসের পূর্বাভাস তাই বলছে। তবে আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রা বেশ খানিকটা কমার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কালীপুজোর রাতে তাপমাত্রা ২০ ডিগ্রির নীচে নেমে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সেটা হলে ভাইফোঁটার দিনে শীতের আমেজ রাজ্যে আরও বাড়বে বলেই আশা আবহাওয়াবিদদের।
আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভোরের দিকে কুয়াশার সঙ্গে শীতের আমেজ থাকবে। তবে বেলা বাড়তেই পারদ চড়বে। সোমবার থেকে পশ্চিমের জেলাগুলিতে রাতের তাপমাত্রা আরও কমবে। অন্য জেলার চেয়ে আগামী কয়েকদিনে পশ্চিমের জেলাগুলিতেই শীতের আমেজ বেশি মাত্রায় অনুভূত হবে। শহর কলকাতায় রাত ও ভোরে শীতের আমেজ এলেও বেলা বাড়তেই তাপমাত্রা বাড়বে। ফিকে হবে শীতের আমেজ।
আরও পড়ুন- কলকাতায় লিটারে ১১০ পেরিয়ে গেল পেট্রল, আরও দামী ডিজেল
অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় সোম ও মঙ্গলবার দু'এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ইতিমধ্যেই দার্জিলিঙে শীতের কামড় ভালো মতো অনুভূত হচ্ছে। এখনই দার্জিলিঙের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী কয়েকদিনে সেই তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিঙের পাশাপাশি উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও শীতের আমেজ পুরোপুরি মাত্রায় বজায় রয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন