/indian-express-bangla/media/media_files/2025/07/28/rain-2025-07-28-08-50-43.jpg)
Kolkata weather: আজও একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
Rainfall in Kolkata: দেবীপক্ষ পড়ে গেলেও পিছু ছাড়ছে না বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনে সোমবার ভোররাত থেকে বৃষ্টি শহর কলকাতা সহ জেলায় জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আশঙ্কা বাড়াচ্ছে! পুজোর আনন্দ ভেস্তে দেবে বৃষ্টি? আশঙ্কা কিন্তু বাড়ছে। এরই মধ্যে দুর্গাপুজোর ঠিক মুখে আরও একটি নিম্নচাপ তৈরির আশঙ্কা বঙ্গোপসাগরে। সব মিলিয়ে আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? ঝড়-বৃষ্টির পরিস্থিতি নিয়ে একেবারে টাটকা আপডেট জেনে নিন।
দুশ্চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপের আশঙ্কা!
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্তটি আগামী ২২ তারিখ নাগাদ উত্তর বঙ্গোপসাগরে আসতে পারে। আগামী বৃহস্পতিবার নাগাদ অর্থাৎ ২২ সেপ্টেম্বর সেই ঘূর্ণাবর্তটির নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। আর সেটা হলে পুজোর মুখে গভীর উদ্বেগ। নিম্নচাপের বৃষ্টিতে পুজোর আনন্দ পুরোপুরি ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।
ছাত্রী খুনে ভয়ঙ্কর আন্দোলনের প্রস্তুতি! পুলিশকে ডেডলাইন বেঁধে হুঙ্কার আদিবাসী সমাজের
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নিম্নচাপের জেরে গোটা পুজোয় নিম্নচাপ দারুণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। বিশেষ করে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব ব্যাপকভাবে পড়তে পারে রাজ্যের দুই উপকূলবর্তী জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি পর্যন্ত হতে পারে পুজোর দিনগুলিতে।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কম-বেশি প্রায় সব জেলায় বৃষ্টির দাপট থাকবে সোমবার। কোনও কোনও জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ সোমবার রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আরও কয়েকটি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস।
প্রেমের টানে সীমানা পার! ভারতে এসেও অধরাই রয়ে গেল বাংলাদেশি তরুণীর প্রেমকাহিনী
আজকের পর আগামিকাল অর্থাৎ মঙ্গলবারেও দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও। আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। বৃষ্টির পাশাপাশি কোনও কোনও জেলায় থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দাপট।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও সোমবার সকাল থেকে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ দিনভর কলকাতা শহরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। মহানগরীতে আগামিকালও বৃষ্টির দাপট দেখা যাবে। আগামীবুধবার পর্যন্ত কলকাতা শহরে এমন বৃষ্টির পরিস্থিতি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
দুধ, পনির, তেল, সাবান থেকে শুরু করে টিভি, ফ্রিজ...! সস্তা হবে এই সব জিনিসপত্র, দেখুন সম্পুর্ণ তালিকা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হচ্ছে না এখনই। আজ উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি অন্যান্য প্রায় সব জায়গাতেই কম-বেশি বৃষ্টির দাপট চলবে। কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আপাতত কয়েকদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলে সপ্তাহান্তে বৃষ্টির ব্যাপকতা বাড়বে। পুজোর একেবারে মুখে ফের একবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।