Advertisment

দুর্যোগ কাটল, আগামী ক’দিন নামবে পারদ, জানাল হাওয়া অফিস

‘‘দুর্যোগ কেটেছে, আর বৃষ্টির সম্ভাবনা নেই। কাল সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata, weather, কলকাতা, আবহাওয়া

দুর্যোগ কাটল, কাল থেকে পরিষ্কার আকাশ, জানাল হাওয়া অফিস। ছবি: শশী ঘোষ।

অবশেষে ফাল্গুনে থামল ‘অকাল বর্ষণ’। বৃহস্পতিবার বেলা গড়াতেই কলকাতার আকাশে দেখা মিলল রোদের। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ‘‘দুর্যোগ কেটেছে, আর বৃষ্টির সম্ভাবনা নেই।’’ কাল থেকে আকাশ পরিষ্কার থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা খানিকটা কমতে পারে।

Advertisment

এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, ‘‘দুর্যোগ কেটেছে, আর বৃষ্টির সম্ভাবনা নেই। কাল সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে।’’ বুধবারের মতো আজও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছে। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানান, ‘‘আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা নামবে। ১৬ ডিগ্রির আশপাশে থাকবে।’’

আরও পড়ুন, রাতভর বৃষ্টিতে নাজেহাল শহর কলকাতা

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নীচে নেমেছে। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৭.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৭ শতাংশ, ন্যূনতম ৭০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ৬৮.২ মিমি।

উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে গত দু’দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় মুষলধারে বৃষ্টি হয়। বুধবার রাতভর বৃষ্টিতে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির পাশাপাশি ওই দিন দুপুরে ঘণ্টায় ৪৬ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় শহরে। এর আগে সোমবার ভোররাতে কলকাতায় জোড়া কালবৈশাখী হয়। যার জেরে শহরের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে পড়ে, তার ছিঁড়ে পড়ে। সেদিন ভোররাতে ঘণ্টায় ৪৪ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে। হাওয়ার তীব্রতা ঠেকেছিল ঘণ্টায় ৫৬ কিমি পর্যন্ত।

kolkata news weather rain kolkata rain
Advertisment