বাংলা ক্যালেন্ডার আলো করে রয়েছে মাঘ মাস। কিন্তু মাঘ মাসের সেই চেনা আমেজ ফিকে হয়ে গিয়েছে শহর কলকাতায়। এ শহর থেকে মাঘের শীত বেপাত্তা হয়ে গিয়েছে। কারণ, পারদ চড়ছে। গত কয়েকদিন ধরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়েই চলেছে। শীত শীত ভাব রয়েছে ঠিকই তবে কনকনে ঠান্ডা নিমেষে উধাও হয়ে গিয়েছে শহর থেকে। বেলা বাড়লেই গায়ে সোয়েটার-জ্যাকেট রাখা মুশিকল হচ্ছে শহরবাসীর। রবিবারও শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রইল।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। অন্যদিকে, শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।
আরও পড়ুন, ফের পারদ ছুঁল ১১ ডিগ্রি, শীতে জবুথবু কলকাতা
তবে শুধু কলকাতাই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও কার্যত পাততাড়ি গুটিয়েছে শীত। দক্ষিণবঙ্গের বাঁকুড়ায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানেও পারদ উঠেছে ১২ ডিগ্রির উপরে। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবার ও দিঘায় সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৭.২ ডিগ্রিতে। মেদিনীপুরের সর্বনিম্ন তাপমাত্রা ঠেকেছে ১৭.১ ডিগ্রিতে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১৪ ডিগ্রিতে।
অন্যদিকে, কনকনে ঠান্ডায় কাঁপে শ্রীনিকেতন। সেখানেও লাফিয়ে বেড়েছে তাপমাত্রা। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৫.৫ ডিগ্রিতে। উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি কালিম্পঙের তাপমাত্রা ছুঁয়েছে ৭.৫ ডিগ্রিতে। দার্জিলিঙে পারদ ছুঁয়েছে ৪.২ ডিগ্রি। শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১২.১ ডিগ্রিতে।
রবিবার কলকাতায় বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫ শতাংশ, ন্যূনতম ৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টি হয়নি।