সপ্তাহের শুরুতেই স্বস্তির বৃষ্টি কলকাতায়। তাপমাত্রার পারদ নামল বেশ কয়েক ডিগ্রি। ফলে আপাতত নাজেহাল গরম থেকে মুক্তি বলেই আশা করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া।
Advertisment
ভিজবে কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে বুধবার ঝড় বৃষ্টি হতে পারে।
তিলোত্তমায় বৃষ্টির হতে পারে বলে গত কয়েক দিন ধরেই পূর্বাভাস জারি করেছিল হাওয়া অফিস। তবে সে ভাবে ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি শহরে। রবিবার মহানগরের বিভিন্ন প্রান্তে কয়েক ফোঁটা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছিল। প্রায় সারাদিনই মেঘলা ছিল আকাশ। তবে বেলা গড়াতে রোদ উঠেছিল। কিন্তু বৃষ্টি হয়নি। এদিন অবশ্য সকাল থেকেই রোদ ঝলমলে আকাশের দেখা মেলে কলকাতায়। তবে বেলা বাড়তেই শহরের আকাশে মেঘের সঞ্চার হয়। কমে যায় রোদ। আর এর কিছুক্ষণের মধ্যেই হাওয়া অফিসের পূর্বাভাস মিললে বৃষ্টি নামে কলকাতায়।
এছাড়া, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের সব জেলায় বৃষ্টি হতে পারে, সঙ্গে বইবে দমকা হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে।
তবে হাওয়া অফিস জানিয়ে দিয়েছে, স্বস্তির এই বৃষ্টি বেশিদিন স্থায়ী হবে না। বুধবারের পর থেকে আবারও তাপমাত্রা বাড়তে পারে। তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস।