Advertisment

আজ উষ্ণতম দিন, গরম কি আদৌ কমবে?

আগামী দুদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বাংলায় ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাবে তাপপ্রবাহ। কলকাতা সহ গাঙ্গেয় অঞ্চলে বাড়বে তাপমাত্রা।

author-image
IE Bangla Web Desk
New Update
summer, গরম, weather, আবহাওয়া

গরমে পুড়ছে বাংলা। প্রতীকী ছবি, টুইটার।

আজ এবছরের উষ্ণতম দিন কলকাতায়। তাপমাত্রা ৩৯.৬ ডিগ্রি। পাশাপাশি ক্রমশ বেড়ে চলেছে আর্দ্রতাজনিত অস্বস্তি। প্রায় ৪৮ ঘণ্টা বজায় থাকবে এই আবহাওয়া। গলদঘর্ম অবস্থায় দিন কাটাতে হবে বঙ্গের বাসিন্দাদের। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

বাংলায় ছয় জেলার ওপর দিয়ে বয়ে যাবে তাপপ্রবাহ। কলকাতা সহ গাঙ্গেয় অঞ্চলে বাড়বে তাপমাত্রা। আগামী দুদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ৪০ ডিগ্রি। কলকাতা সহ দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের বাসিন্দাদের আগামী দুদিন প্রচন্ড গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হবে। একইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, ও ঝাড়গ্রামে রয়েছে তাপ প্রবাহের সতর্কতা। রাজ্যে তাপমাত্রার সঙ্গে তাল মিলিয়েই বাড়বে আর্দ্রতা।

আরও পড়ুন: এনআরএসকাণ্ডে উত্তাল দেশ, কোন পথে আন্দোলন?

এদিকে কেরালায় ঢুকে পড়েছে বর্ষা। কিন্তু বাংলায় দেখা নেই বৃষ্টির। ঠিক কবে বাংলায় পা রাখবে বর্ষা? এখনই এ ব্যাপারে কোনও সদুত্তর দিতে পারে নি হাওয়া অফিস।

এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "বাংলায় বর্ষা ঢুকতে এবার দেরি হবে খানিকটা। তবে কবে বর্ষা আসবে এ রাজ্যে, এখনই বলা সম্ভব নয়। ক’দিন বাদেই তার গতিবিধি বোঝা যেতে পারে।" উল্লেখ্য, কলকাতায় বর্ষা আসার স্বাভাবিক সময় ১০ জুনের আশেপাশে। কিন্তু এবার শহরে দেরি করেই আসবে বর্ষা।

Weather Report
Advertisment