Advertisment

পারদ পতন! শীতে কাবু কলকাতা

‘‘শীত এসে গিয়েছে। আপাতত ১০ তারিখ পর্যন্ত এমন তাপমাত্রা থাকবে। তবে ১১ তারিখের পর থেকে তাপমাত্রা সামান্য একটু বাড়বে। আপাতত শীতের রেশ থাকছে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
winter, শীতকাল

কলকাতায় নামল সর্বনিম্ন তাপমাত্রা। প্রতীকী ছবি।

ডিসেম্বরের শুরুতেই নিয়মমাফিক শীত শীত ভাব ছিল শহরে। প্রথম সপ্তাহ শেষ হতেই স্বমহিমায় এ শহরের দরজায় কড়া নাড়ল শীত। শনিবারের পর আরও নামল পারদ। সপ্তাহশেষে ছুটির দিনে এ মরশুমের শীতলতম দিনের আমেজ শহর কলকাতায়। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আপাতত এক-দু’দিন জাঁকিয়ে শীতে জবুথুবু হবে তিলোত্তমা। তারপর ফের সর্বনিম্ন তাপমাত্রা বাড়তে পারে বলে মত আবহবিদদের।

Advertisment

শীতের রেশ আপাতত থাকছে এ শহরে, এমনটাই জানালেন আলিপুর আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি জানিয়েছেন, ‘‘শীত এসে গিয়েছে। আপাতত ১০ তারিখ পর্যন্ত এমন তাপমাত্রা থাকবে। তবে ১১ তারিখের পর থেকে তাপমাত্রা সামান্য একটু বাড়বে। আপাতত শীতের রেশ থাকছে।’’

আরও পড়ুন, কলকাতার দোরগোড়ায় শীত, অ্যানাকোন্ডা না এলেও ভিড় টানছে চিড়িয়াখানা

কলকাতায় পারদ পতন নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস বলেন, ‘‘আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। আগামী ২-৩ দিন ১৫ ডিগ্রির নীচেই থাকবে তাপমাত্রা।’’ অর্থাৎ আগামী ২-৩ দিন শীতের আমেজ যে কলকাতাবাসী চেটেপুটে উপভোগ করবেন, তা বলাই যায়।

অন্যদিকে, রাজ্যের বিভিন্ন জেলায় কয়েকদিন ধরেই দাপট দেখাচ্ছে শীত। উত্তরবঙ্গের পাশাপাশি শীতে কাবু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও পারদ পড়েছে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে এদিন সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ৯০ শতাংশ, ন্যূনতম ৪০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি।

kolkata news weather
Advertisment