খাতায় কলমে বর্ষা এসেছে সপ্তাহ খানেক আগেই, তবে দক্ষিণবঙ্গ বৃষ্টি থেকে বঞ্চিতই রয়েছে এ মরসুমে। শুক্রবার সেই অবস্থা কী কাটবে? আবহাওয়ার পূর্বাভাস বলছে এ দিন সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতা, ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সকাল সোয়া দশটা থেকেই বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৯০ শতাংশ। সর্বনিম্ন ৬৫ শতাংশ।
শুক্রবার বৃষ্টি হলেও তা বর্ষারই বৃষ্টি, এমনটা হলফ করে বলতে পারেনি আবহাওয়া দফতর। তবে আপাতত হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেলেই অস্বস্তি অনেকটা কাটবে কলকাতাবাসীর।
অন্যদিকে, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ারে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে রীতিমত ফুঁসছে তিস্তা-তোর্সা।