/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/WEATHER.jpg)
দুপুর গড়াতেই সকালের চড়া রোদ উধাও। আকাশ কালো করেছে। মেঘেদের ঘনঘন গর্জন চলছে।কলকাতায় ঝেঁপে বৃষ্টি আসছ বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কিছুক্ষণের মধ্যেই তিলোত্তমায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
শুধু কলকাতাই নয়, সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিত, দুই মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়াতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে অলিপুর আবগহাওয়া দফতর।
দিন কয়েকর আগের বৃষ্টিতে কলকাতার তাপমা্ত্রা কয়েক ডিগ্রি কমেছিল। এ দিনের বৃষ্টির পর সেই সম্ভাবনা রয়েছে। তবে, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার বড় বদল হবে না।
দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে। বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যেই। তবে, ভারী বৃষ্টিপাত এখনই হবে না।
কিন্তু উল্টো ছবি উত্তরবঙ্গে। উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিচলছে। আগামী কয়েকদিন এই ধরণের বৃষ্টিপাত চলবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বাড়তে পারে বৃষ্টির পরিমাণও।