/indian-express-bangla/media/media_files/2025/04/30/S6MTzqk8UzMblBgGHbuV.jpg)
Kolkata Weather News Today: মুহূর্তে আবহাওয়ার ম্যাজিক বদল
Ajker Kolkata Weather Today: দক্ষিণবঙ্গে হাওয়া বদলের ইঙ্গিত, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা! কী বলছে আলিপুর আবহাওয়া দফতর?
দীর্ঘ দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস। আজ বৃহস্পতিবার (১২ জুন) থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
কোথায় কোথায় বৃষ্টি?
কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদীয়া ও মুর্শিদাবাদে বিকেলের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। শনিবার পর্যন্ত বজায় থাকবে এই ঝড়-বৃষ্টির পর্ব।
দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরমের মাঝে সাময়িক স্বস্তি
- সর্বনিম্ন তাপমাত্রা: ২৮°C (স্বাভাবিকের থেকে বেশি)
- সর্বোচ্চ তাপমাত্রা: ৩২.৯°C (স্বাভাবিকের থেকে সামান্য কম)
- বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তি বাড়ছে।
- পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে।
- আবহাওয়া দফতরের মতে, ১৬ জুনের আগে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার সম্ভাবনা নেই।
কলকাতায় আজ বিকেলে বৃষ্টি হতে পারে
আজ দিনভর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। বিকেল থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহানগরীতে। শনিবার পর্যন্ত বজায় থাকবে এই পরিস্থিতি।
উত্তরবঙ্গে বর্ষার দাপট
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদায় আজও বৃষ্টির পূর্বাভাস। উইকেন্ডে পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামী সপ্তাহে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।