/indian-express-bangla/media/media_files/2025/05/24/yCMCeGx0XngSYzylDv7D.jpg)
Rain forecast: একাধিক জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস।
Ajker Kolkata Weather Today:ভ্যাপসা গরম যেন কাটছেই না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে বর্ষা ঢুকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বরুণদেবের কৃপা যেন এখনও অধরা। তবে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্ষা ঢুকে পড়তে পারে। আজ উইকেন্ডে দিনভর থাকবে অস্বস্তিকর গরম। তবে বিকেলের পর থেকেই বেশ কয়েকটি জেলায় হাওয়া বদল হতে পারে। আজ সন্ধেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের।
দক্ষিণবঙ্গের আবহাওয়া খবর
আজ শনিবার দিনের বেলায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরম থাকলেও বিকেলের পর থেকে হাওয়া বদল হতে পারে কোনও কোনও জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়। বৃষ্টির পাশাপাশি কয়েকটি জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে বর্ষা ঢুকতে পারে।
এইভাবে আপাতত আরও দিন পাঁচেক বিক্ষিপ্ত বৃষ্টির চলবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হবে। তবে আগামী সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মত জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
কলকাতার ওয়েদার আপডেট
কলকাতা শহরেও শনিবার দিনভর ভ্যাপসা গরমের পরিস্থিতি থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি বিকেলের দিকে হতে পারে। তবে কলকাতা শহরেও এখনই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী সপ্তেহর শুরু থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া খবর
উত্তরবঙ্গের একাধিক জেলায় শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা। তারই জেরে আজ দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি কোচবিহারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজ শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে। আগামীকাল রবিবার উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।