একলাফে তিন ডিগ্রি নেমে গেল পারদ। পশ্চিমী ঝঞ্ঝা সরতেই শহরে শেষবেলায় ফের ফিরল শীতের আমেজ। তবে এই আমেজ বেশিক্ষণ স্থায়ী হবে না বলেই মনে করছেন আবহবিদরা। ফেব্রুয়ারির শেষ মানেই পাততাড়ি গুটিয়ে বিদায় নেওয়ার পালা শীতের। গত সপ্তাহে উত্তর ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে একলাফে ১৯ ডিগ্রি ছুঁয়েছিল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা। যার জেরে শহর থেকে কার্যত উধাও হয়ে গিয়েছিল ঠান্ডার আমেজ। সেই বাধা কাটতেই ফের খানিকটা ঘুরে দাঁড়াল শীত।
আরও পড়ুন, সিআইডি তদন্তের মাঝেই ফের হোয়াটসঅ্যাপে মাধ্যমিকের অঙ্ক পেপার
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে এই পারদ পতন বেশি দিন স্থায়ী হবে না শহরে। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আজ পারদ নেমেছে ঠিকই। তবে কাল থেকে ফের তাপমাত্রা বাড়বে। ধীরে ধীরে শীত বিদায় নেবে। এখন এমনই তাপমাত্রার হেরফের হবে।’’ উল্লেখ্য, এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ, ন্যূনতম ৩৭ শতাংশ।
আরও পড়ুন, পশ্চিমী ঝঞ্ঝার জের, রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস
প্রসঙ্গত, পশ্চিমী ঝঞ্ঝার জেরে গত সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আলিপুর আবহাওয়া দফতর। গত শনিবার শহরে দু-তিন ফোঁটা বৃষ্টিও হয়। পশ্চিমী ঝঞ্ঝার জেরে শহরে এক ধাক্কায় পারদ ছুঁয়েছিল ১৯ ডিগ্রিতে। এর আগের সপ্তাহে বিহারে ঘূর্ণাবর্তের জেরেও এ রাজ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করেছিল আবহাওয়া দফতর। কলকাতায় বৃষ্টি না হলেও, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হয় সেসময়। ১০ তারিখের পর সামান্য পারদ নামলেও তা স্থায়ী হয়নি। সরস্বতী পুজোর আগের সপ্তাহেও পারদ ঊর্ধ্বমুখী ছিল।