জানুয়ারির মাঝ সপ্তাহে আবারও ঘুরে দাঁড়াল শীত। আবারও শহরে পারদ নামল ১১ ডিগ্রির ঘরে। গত কয়েকদিন আগেই জাঁকিয়ে শীতের আমেজ কয়েক মুহূর্তের জন্য উধাও হয়ে গিয়েছিল। সেই বিরতি কাটিয়ে আবারও কলকাতায় ছন্দে ফিরল শীত। আবহাওয়া দফতর বলছে, আগামী কয়েকদিন তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ, জমিয়ে ঠান্ডা উপভোগ করার সুযোগ পাচ্ছেন শহরবাসী।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। এ প্রসঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বললেন, ‘‘কাল, পরশু ১২ ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা। ভালই ঠান্ডা থাকবে এখন আপাতত। তবে কিছুদিন বাদে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।’’
আরও পড়ুন, শীতলতম দিনে জবুথবু কলকাতা, পারদ নামল ১১ ডিগ্রিতে
কলকাতার পাশাপাশি জেলাতেও অব্যাহত শীতের দাপট। আসানসোলে এদিন পারদ ছুঁয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াসে। বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে, বারাকপুরের তাপমাত্রা দাঁড়িয়েছে ৮.৩ ডিগ্রিতে। কনকনে ঠান্ডায় কাবু বর্ধমানও। সেখানে পারদ নেমেছে ৯.৮ ডিগ্রিতে। ক্যানিংয়ের তাপমাত্রা দাঁড়িয়েছে ৯.৪ ডিগ্রিতে। পূর্ব মেদিনীপুরের কন্টাইয়ে পারদ ছুঁয়েছে ৮ ডিগ্রিতে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি শীতে জবুথবু উত্তরবঙ্গও। এদিন কোচবিহারের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৩ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি জলপাইগুড়িতে পারদ নেমেছে ৯ ডিগ্রিতে। অন্যদিকে, কালিম্পঙের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৭.৫ ডিগ্রি। শিলিগুড়ির পারদ নেমেছে ৭.৪ ডিগ্রি। শীতে কাঁপছে দার্জিলিংও।
অন্যদিকে, এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ, ন্যূনতম ৩১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।