Kolkata Weather : বৃষ্টি বিদায়েই জাঁকিয়ে শীত বঙ্গে, জানুন আজকের ব্রেকিং ওয়েদার আপডেট

IMD KOLKATA UPDATE: কলকাতায় টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জলযন্ত্রণা ও যানজট তৈরি হয়েছে

IMD KOLKATA UPDATE: কলকাতায় টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জলযন্ত্রণা ও যানজট তৈরি হয়েছে

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা আবহাওয়া, কলকাতায় বৃষ্টি, ঘূর্ণিঝড় মন্থা প্রভাব, হাওড়া আবহাওয়া সতর্কতা, কলকাতার আবহাওয়া খবর, পশ্চিমবঙ্গ বৃষ্টি আপডেট, কলকাতা জলজট, হাওড়ায় বৃষ্টি, কলকাতা ইয়েলো অ্যালার্ট, কলকাতা ট্রাফিক জ্যাম, IMD weather update, Kolkata rain forecast, Bengal weather news, Darjeeling rainfall, Jalpaiguri heavy rain, Sandakphu closed, Kolkata thunderstorm, West Bengal rain alert

বৃষ্টি বিদায়েই জাঁকিয়ে শীত বঙ্গে, জানুন আজকের ব্রেকিং ওয়েদার আপডেট

IMD KOLKATA UPDATE: কলকাতায় টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জলযন্ত্রণা ও যানজট তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শনিবার ও রবিবারও শহরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই কারণে কলকাতা ও সংলগ্ন হাওড়া জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।

Advertisment

আরও পড়ুন- বিহার নির্বাচনেও বিশেষ ধামাকা, মোদী ম্যাজিকে ভরসা NDA-এর, পাটনায় প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে তুঙ্গে উন্মাদনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে দৈনন্দিন যাতায়াতে বিলম্ব ও বিঘ্ন ঘটতে পারে। অফিসপাড়া থেকে শুরু করে বাজারঘাট — সর্বত্রই বৃষ্টির প্রভাব পড়েছে।

Advertisment

আরও পড়ুন- বঙ্গ রাজনীতির ছন্দপতন, না ফেরার দেশে জনপ্রিয় দাপুটে নেতা

যদিও ঘূর্ণিঝড় ‘মন্থা’র শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে, তার প্রভাব এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গে পরিস্থিতি আবারও উদ্বেগজনক — জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ে দার্জিলিং ও কার্শিয়াঙে লাগাতার বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে সান্দাকফু ও সংলগ্ন পাহাড়ি এলাকায় পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে।

কলকাতার আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস

২ নভেম্বর: আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকেলের দিকে বজ্রপাত বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড় কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।

৩ নভেম্বর: দিনভর আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া স্বাভাবিক ও শুষ্ক থাকবে।

৪ নভেম্বর: আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। দিনে গরম থাকবে। আবহাওয়া মনোরম থাকবে।

৫ নভেম্বর: আকাশ প্রায় পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল দিন কাটবে। কোনো বৃষ্টির সতর্কতা নেই।

৬ নভেম্বর: আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা মনোরম এবং আবহাওয়া স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে IMD।

আরও পড়ুন- ভয়ঙ্কর প্রতারণার বিরাট পর্দা ফাঁস খাস কলকাতায়, কীভাবে নিঃস্ব হলেন বৃদ্ধ দম্পতি? জানলে চমকে যাবেন

Bengal Weather Alipur weather Office Alipore Weather Office