/indian-express-bangla/media/media_files/2025/11/02/kolkata-howrah-on-heavy-rain-alert-2025-11-02-09-40-14.jpg)
বৃষ্টি বিদায়েই জাঁকিয়ে শীত বঙ্গে, জানুন আজকের ব্রেকিং ওয়েদার আপডেট
IMD KOLKATA UPDATE: কলকাতায় টানা প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় জলযন্ত্রণা ও যানজট তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, শনিবার ও রবিবারও শহরে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই কারণে কলকাতা ও সংলগ্ন হাওড়া জেলায় হলুদ সতর্কতা (Yellow Alert) জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির কারণে কলকাতা ও হাওড়ার মধ্যে দৈনন্দিন যাতায়াতে বিলম্ব ও বিঘ্ন ঘটতে পারে। অফিসপাড়া থেকে শুরু করে বাজারঘাট — সর্বত্রই বৃষ্টির প্রভাব পড়েছে।
আরও পড়ুন- বঙ্গ রাজনীতির ছন্দপতন, না ফেরার দেশে জনপ্রিয় দাপুটে নেতা
যদিও ঘূর্ণিঝড় ‘মন্থা’র শক্তি ক্রমশ হ্রাস পাচ্ছে, তার প্রভাব এখনও রাজ্যের বিভিন্ন প্রান্তে অনুভূত হচ্ছে। উত্তরবঙ্গে পরিস্থিতি আবারও উদ্বেগজনক — জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। পাহাড়ে দার্জিলিং ও কার্শিয়াঙে লাগাতার বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে দর্শনার্থীদের সুরক্ষার স্বার্থে সান্দাকফু ও সংলগ্ন পাহাড়ি এলাকায় পর্যটকদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে।
কলকাতার আগামী কয়েক দিনের আবহাওয়ার পূর্বাভাস
২ নভেম্বর: আকাশ আংশিক মেঘলা থাকবে, বিকেলের দিকে বজ্রপাত বা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বড় কোনো সতর্কতা জারি করা হয়নি, তবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে।
৩ নভেম্বর: দিনভর আকাশ আংশিক মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া স্বাভাবিক ও শুষ্ক থাকবে।
৪ নভেম্বর: আকাশ পরিষ্কার থাকবে, আবহাওয়া ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। দিনে গরম থাকবে। আবহাওয়া মনোরম থাকবে।
৫ নভেম্বর: আকাশ প্রায় পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল দিন কাটবে। কোনো বৃষ্টির সতর্কতা নেই।
৬ নভেম্বর: আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা মনোরম এবং আবহাওয়া স্থিতিশীল থাকবে বলে জানিয়েছে IMD।
আরও পড়ুন- ভয়ঙ্কর প্রতারণার বিরাট পর্দা ফাঁস খাস কলকাতায়, কীভাবে নিঃস্ব হলেন বৃদ্ধ দম্পতি? জানলে চমকে যাবেন
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us