West Bengal Weather Update:আতঙ্ক বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘মন্থা’! রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি ও দুর্যোগের আশঙ্কা

Kolkata weather Update:অক্টোবর মাস শেষ হতে চলল। তবু এখনও যেন দুর্যোগের হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

Kolkata weather Update:অক্টোবর মাস শেষ হতে চলল। তবু এখনও যেন দুর্যোগের হাত থেকে রেহাই নেই বঙ্গবাসীর। ফের ভারী বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, todays weather update, kolkata weather update,আজকের আবহাওয়ার পূর্বাভাস,west bengal weathet update 27 october 2025,ভারী বৃষ্টি, কলকাতা ইয়েলো অ্যালার্ট", Bengal weather forecast,কলকাতা আবহাওয়া পূর্বাভাস,বঙ্গোপসাগর ঘূর্ণিঝড়,IMD weather alert,কলকাতা বৃষ্টি,পশ্চিমবঙ্গ আবহাওয়া, দক্ষিণবঙ্গ আবহাওয়া,cyclone,সাইক্লোন মন্থা,Montha cyclone update,    cyclone alert West Bengal

west bengal weather update: আশঙ্কা বাড়াচ্ছে ঘূর্ণিঝড়।

Kolkata Weather Report Today: নতুন সপ্তাহ শুরু হতেই ফের আবহাওয়ায় তুমুল অস্থিরতা। ঘূর্ণিঝড় ‘মন্থা’ ক্রমেই স্থলভাগের দিকে ধেয়ে আসছে। আবহাওয়া দফতরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হলে সেটি দ্রুত ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

Advertisment

আবহবিদদের পূর্বাভাস, আগামীকাল, মঙ্গলবার সকাল নাগাদ ঘূর্ণিঝড়টি আরও শক্তি সঞ্চয় করবে এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল করতে পারে। সেই সময়ে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে অন্ধ্র উপকূলে প্রবল দুর্যোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন- হলুদের নামে শরীরের কী ঢুকছে জানেন? অভিযান চালাতেই চোখ ছানাবড়া তদন্তকারীদের

Advertisment

পশ্চিমবঙ্গে কতটা প্রভাব?

আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড় ‘মন্থা’ মূলত অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও বাংলায় সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে ঘূর্ণিঝড়ের জেরে সমুদ্র উত্তাল থাকবে। সেই কারণে ৩০ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

আরও পড়ুন-অনুপ্রবেশের বিরুদ্ধে কড়া অ্যাকশনে পুলিশ, দুরন্ত তল্লাশিতে পুলিশের জালে ২ বাংলাদেশি

সোমবার কোথায় কোথায় বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে পরবর্তী পরিস্থিতি ঘূর্ণিঝড়ের গতিপথের ওপর নির্ভর করছে।

আরও পড়ুন-একের পর বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে তৃণমূল, এবার ডাকাবুকো বিধায়কের বিরুদ্ধেই আসরে দলীয় নেতৃত্ব

ঘূর্ণিঝড় নিয়ে জরুরি তথ্য:

ঘূর্ণিঝড় ‘মন্থা’ অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়তে পারে মঙ্গলবার সকাল নাগাদ

বাতাসের গতিবেগ: ঘণ্টায় ৯০–১০০ কিমি

বাংলায় বড় প্রভাব নেই, তবে উপকূলে সতর্কতা

মৎস্যজীবীদের ৩০ অক্টোবর পর্যন্ত গভীর সমুদ্রে যেতে নিষেধ

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

Bengal Weather Forecast Bengal Weather