Advertisment

West Bengal Monsoon 2021: দুর্যোগের মেঘ আকাশে, দিনভর প্রবল বৃষ্টির পূর্বাভাস

Kolkata,West Bengal Monsoon Forecast June 17, 2021: বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। টানা বৃষ্টি জারি রয়েছে এখনও।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update 25 october 2021

কয়েকটি জেলায় বজ্রবিদ্য অতি ভারী বৃষ্টির পূর্বাভাস।

Kolkata,West Bengal Monsoon: রাত থেকেই দুর্যোগ শুরু হয়েছে রাজ্যে। ভারী থেকে মাঝারি বৃষ্টিতে পর্যদুস্ত রাজ্যবাসী। বৃহস্পতিবার সকাল থেকেই কালো মেঘে ঢেকেছে আকাশ। টানা বৃষ্টি জারি রয়েছে এখনও। তবে কি আজ সারাদিনই এমনই আবহাওয়া চলবে?

Advertisment

আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আজ সারাদিন ধরেই।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর নিম্নচাপ অক্ষরেখার অবস্থানের জেরে রাতভর বৃষ্টি চলেছে রাজ্যে। এর ফলে জলমগ্ন বিভিন্ন রাস্তা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে শুক্রবার বৃষ্টি আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শহরে ভারী বৃষ্টি হয়েছে। মানিকতলায় বৃষ্টি হয়েছে ৭৭ মিলিমিটার। বেলগাছিয়ায় বৃষ্টি হয়েছে ৮২ মিলিমিটার। উল্টোডাঙায় বৃষ্টি হয়েছে ৮৪ মিলিমিটার। কালীঘাটে বৃষ্টি হয়েছে ১৬৮ মিলিমিটার। 

এদিকে, রাতভর বৃষ্টিতে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা একলাফে অনেকটাই কমেছে। আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে যে আজ আকাশ মেঘলাই থাকবে। বৃষ্টিমুখর দিন কাটবে শহরের। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। দিনের সর্বনিম্ম তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় রাজ্যে বৃষ্টি হয়েছে ১৪৪.৫ মিলিমিটার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

weather Weather Report weather update weather today Weather Forecast
Advertisment