সেই যে ফণী গেল, তারপর থেকেই বঙ্গে আর দেখা নেই বৃষ্টির। বৈশাখের গনগনে আঁচে জল ঢালতে কবে বৃষ্টি পা রাখবে বাংলায়, সে নিয়ে এখনও কোনও সদুত্তর দিতে পারল না হাওয়া অফিস। ফণী-পর্ব শেষ হতেই বাংলায় ঝোড়ো ইনিংস খেলতে ব্যাট হাতে নেমে পড়েছে গরম। যত দিন এগোচ্ছে বৈশাখের তাপে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। সকাল থেকেই রোদের তাপে কাহিল হচ্ছে বঙ্গবাসী। বেলা গড়ালে, দহনজ্বালা যেন সহ্যের সীমা ছাড়াচ্ছে। গত কয়েকদিনের মতো শুক্রবারও গরমে হাঁসফাঁস করছে কলকাতা। এদিনও শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে রয়েছে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ইতিমধ্যেই ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
দাবদাহ থেকে কবে মিলবে রেহাই? জবাবে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হল, ‘‘আপাতত এরকমই গরম বজায় থাকবে। এখনই কোনও বৃষ্টির পূর্বাভাস নেই। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকবে।’’ আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, কলকাতা, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়ায় আগামী ২-৩ দিন দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে। পাশাপাশি ৯ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও মালদায় তাপপ্রবাহ বইতে পারে।
আরও পড়ুন: Heat Wave in Kolkata: আচ্ছা, এত গরম লাগছে কেন?
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রাও ঊর্ধ্বমুখী। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ, ন্যূনতম ৬৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।
এদিকে, কলকাতার পাশাপাশি দাবদাহে দগ্ধ হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাও। আসানসোলে এদিন সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ৪২ ডিগ্রিতে। বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, ব্যারাকপুরে পারদ চড়েছে ৩৮ ডিগ্রিতে, বর্ধমানে পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ঠেকেছে ৪০.৩ ডিগ্রিতে, পানাগড়ে পারদ ছুঁয়েছে ৪১.৩ ডিগ্রিতে।, পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৩ ডিগ্রি, শ্রীনিকেতনে পারদ ছুঁয়েছে ৪০ ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও দাপট দেখাচ্ছে গরম। বালুরঘাটে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৫.৬ ডিগ্রিতে, দার্জিলিঙে পারদ ছুঁয়েছে ২১.৩ ডিগ্রিতে, জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৩ ডিগ্রি সেলসিয়াস, কালিম্পঙের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ২৫ ডিগ্রিতে।