Advertisment

উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, অস্বস্তি বাড়বে দক্ষিণে

রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata, West Bengal Weather Forecast Today, 27 August 2021

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনতি অস্বস্তি এখনই কাটবে না। তবে শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

উত্তরবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন ধরেই দফায়-দফায় বৃষ্টি চলছে। তবে শুক্রবার থেকে সেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানাল হাওয়া অফিস। শুক্রবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিরও সতর্কতা জারি করেছে আলিপুর আবহওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও দুই দিনাজপুরেও। উত্তরবঙ্গে এই বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস।  

আরও পড়ুন- কাবুল বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৭৩, হামলার নেপথ্যে আইএস, দাবি আমেরিকার   

উত্তরবঙ্গে বৃষ্টি বাড়লেও দক্ষিণবঙ্গে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। গত কয়েকদিন ধরে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে।  বৃহস্পতিবার দিনভর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কয়েকটি জেলায় বৃষ্টির সঙ্গে বজ্রপাতও হয়েছে। শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির জেরে আবহাওয়ার পরিস্থিতি খানিকটা মনোরম হলেও তা স্থায়ী হবে না। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে।

এবছর মোটের উপর গোটা রাজ্যেই বর্ষা স্বাভাবিক। ইতিমধ্যেই একটানা বৃষ্টির জেরে বানভাসি দশা হয়েছে একাধিক জেলায়। মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই একটানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখনও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার নীচু জায়গাগুলি জলমগ্ন হয়ে রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে বিপদ আরও বাড়ার সম্ভাবনাও রয়েছে সেই জেলাগুলিতে। তবে আপাতত আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কমার পূর্বাভাস দিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন  টেলিগ্রামে, পড়তে থাকুন

kolkata Weather Report
Advertisment