গরম থেকে খানিকটা স্বস্তি। কয়েক ঘণ্টার মধ্যেই তিন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তিন জেলার পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও সন্ধের পর ঝড়-বৃষ্টি হতে পারে হাওয়া অফিস সূত্রে খবর। তবে বৃষ্টি হলেও গরম থেকে পুরোপুরি রেহাই মিলবে না। আপাতত ক’দিন গরমে নাজেহাল হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন: কবে আসবে বর্ষা? অপেক্ষায় বাংলা
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানানো হয়েছে, ‘‘সন্ধের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে বৃষ্টি হলেও খুব একটা স্বস্তি মিলবে না। আগামী ২ দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের উপর থাকবে’’। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৩ ডিগ্রি বেশি থাকবে।
শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৩ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৫ মিমি।
আরও পড়ুন: কেরালায় দেরিতে আসছে বর্ষা
এদিন আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। বাঁকুড়ার তাপমাত্রা ছুঁয়েছে ৪১.৫ ডিগ্রি, ব্যারাকপুরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি, বর্ধমানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছুঁয়েছে ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস।