Advertisment

বৃষ্টি নয়, রোদ ঝলমলে দিনেই কাটবে কালীপুজো, পূর্বাভাস হাওয়া অফিসের

‘‘কালীপুজোয় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আশা করা হচ্ছে, রোদ ঝলমলে আকাশই থাকবে’’।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather report , পশ্চিমবঙ্গের আবহাওয়া, west bengal weather report, weather kolkata today, কলকাতার আবহাওয়া, weather report in west bengal in bengali, west bengal weather today, আজকের সর্বোচ্চ তাপমাত্রা, আবহাওয়ার খবর, কলকাতার ওয়েদার, west bengal weather report, west bengal weather temperature, কলকাতার তাপমাত্রা, west bengal weather kolkata, west bengal weather condition, বর্ষা, বৃষ্টির পূর্বাভাস, বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় বৃষ্টি, কলকাতার আবহাওয়া, আবহাওয়ার খবর, winter, শীতকাল

উত্তুরে হাওয়া এবারে মন ছুঁয়েছে শহরের। ফাইল ছবি।

দুর্গাপুজোর মতো কি কালীপুজোতেও চোখ রাঙাবে বৃষ্টি? বঙ্গোপসাগরে নিম্মচাপের জেরে গত ক’দিন ধরেই কার্তিক মাসে ফিরে এসেছে শ্রাবণের চেনা ছবি। কালো মেঘ, ঝিরঝিরে বৃষ্টি, এই নিয়েই প্রাক কালীপুজো কাটিয়েছেন বঙ্গবাসী। তাহলে কি দীপাবলির সন্ধ্যায় সব আলোক আনন্দ পণ্ড করবে বৃষ্টি? না, এমন কোনও সম্ভাবনা নেই। বরং রোদ ঝলমলে দিন দিয়েই শুরু হতে পারে কালীপুজোর সকাল। এমন আশার বাণীই শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

আরও পড়ুন: ‘ভাইফোঁটায় যেতে চেয়েছিলাম, মমতা কালীপুজোয় ডাকলেন’

এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা-কে আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জি কে দাস বলেন, ‘‘কালীপুজোয় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। আশা করা হচ্ছে, রোদ ঝলমলে আকাশই থাকবে’’। উল্লেখ্য, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে ক’দিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। দিনভর বৃষ্টিতে নাজেহাল হতে হয়েছে সাধারণ মানুষকে। নিম্নচাপের খবর জানতে পেরেই কালীপুজো উদ্যোক্তারা চিন্তায় ছিলেন। অবশেষে আশার আলো দেখাল আবহাওয়া দফতর।

আরও পড়ুন: পার্থকে বিজয়ার প্রণাম করে বৈঠকে বৈশাখী, ‘অনেক কথা হয়েছে, সব কথা বলা যায় না’

অন্যদিকে, শনিবারও সকাল থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আকাশের মুখভার ছিল। কালো মেঘে ঢেকেছিল আকাশ। যদিও তেমন বৃষ্টি হয়নি ঠিকই। তবে মাঝেমধ্যে দু-এক ফোঁটা বৃষ্টি হয়েছে কোথাও কোথাও। বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা নেমেছে। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম।

weather rain Weather Report
Advertisment