কনকনে ঠান্ডায় কাঁপতে কাঁপতেই ‘জিঙ্গল বেলস’ গেয়েছিল এ শহর। বড়দিনের হ্যাংওভার কাটিয়ে বর্ষশেষের আনন্দে মাততে তৈরি তিলোত্তমা। বর্ষশেষের আনন্দ দ্বিগুণ করতে শহরে ঝোড়ো ইনিংস খেলছে শীত। ক্রিসমাসের পর আবারও কলকাতায় নামল সর্বনিম্ন তাপমাত্রা। এ মরশুমে এই প্রথমবার কলকাতার পারদ নামল ১২ ডিগ্রির নীচে। যার জেরে গত দু’বারের শীতলতম দিনের রেকর্ড ফের ভাঙল।
আবহাওয়া দফতর বলছে, এ মরশুমের শীতলতম দিন আজ। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। উল্লেখ্য, বড়দিনের পরও শহরে এমন শীতের আমেজ বজায় থাকবে বলে আগেই জানিয়েছিলেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা।
আরও পড়ুন, উইকেন্ডে শীতলতম দিনের আমেজ কলকাতায়
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫ ডিগ্রি হলেও, দমদম এলাকায় এদিন পারদ ছুঁয়েছে ১১.২ ডিগ্রিতে। ডিসেম্বরের শেষ সপ্তাহে কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও শীতের কামড় অব্যাহত। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন আসানসোলের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১০.৩ ডিগ্রিতে। বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১০ ডিগ্রিতে। বারাকপুরের তাপমাত্রা দাঁড়িয়েছে ৮.৮ ডিগ্রিতে। বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা এদিন ৯.৬ ডিগ্রি। সৈকত শহর দিঘায় পারদ নেমেছে ১১ ডিগ্রিতে। শ্রীনিকেতনের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৮.১ ডিগ্রিতে। কৃষ্ণনগরে পারদ নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি শীতে কাবু উত্তরবঙ্গও। উত্তরের দার্জিলিঙে পারদ ছুঁয়েছে ১.৫ ডিগ্রিতে। দার্জিলিঙের থেকে কিছুটা কম ঠান্ডা কালিম্পঙে। সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ৭ ডিগ্রিতে। কোচবিহারে পারদ ছুঁয়েছে ৭.৯ ডিগ্রিতে। জলপাইগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়িতে পারদ ছুঁয়েছে ৮ ডিগ্রিতে। হাড়হিম ঠান্ডায় কাবু মালদহও। সেখানে পারদ নেমেছে ১১.৬ ডিগ্রিতে।
অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি কলকাতার সর্বোচ্চ তাপমাত্রাও এদিন স্বাভাবিকের থেকে কমেছে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা দাঁড়িয়েছে ২৪.১ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ, ন্যূনতম ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।