মাঝখানে কয়েকদিনের বিরতি, তারপর আবারও ঝোড়ো ইনিংস খেলল শীত। পশ্চিমী ঝঞ্ঝা সরিয়ে আবারও শহরে কনকনে ঠান্ডার আমেজ। বুধবার এক ধাক্কায় ৫ ডিগ্রি নামল কলকাতার পারদ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।
গত কয়েকদিন ধরেই কলকাতার পারদ চড়ছিল। এল লাফে শহরের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে উঠে ১৮ ডিগ্রি ছুঁয়েছিল। মাঘ মাসে আচমকাই উধাও হয়ে গিয়েছিল শীতের দাপট। শুধু কলকাতাতেই নয়, রাজ্যের বিভিন্ন জেলাতেও কার্যত পাততাড়ি গুটিয়েছিল শীত। তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শীতের এই কামব্যাক আপাতত বজায় থাকবে শহরে।
আরও পড়ুন, মাঘের শীত উধাও! শহরে চড়ছে পারদ
এদিন কলকাতার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতেও পারদ নেমেছে। দক্ষিণবঙ্গের আসানসোলে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ৯.৯ ডিগ্রি। বাঁকুড়াতেও সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রির ঘর ছুঁয়েছে। সেখানে এদিন পারদ নেমেছে ৯.১ ডিগ্রিতে। ব্যারাকপুরে পারদ নেমেছে ৮.১ ডিগ্রিতে। বাঁকুড়া, আসানসোলের তুলনায় সামান্য বেশি বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা। সেখানে পারদ নেমেছে ১০.৩ ডিগ্রিতে। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে। দিঘায় পারদ নেমেছে ১০.৩ ডিগ্রিতে। হলদিয়ার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। হলদিয়ার মতো মেদিনীপুরেও পারদ ছুঁয়েছে ১১ ডিগ্রির ঘর। সেখানে আজ সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে পারদ ছুঁয়েছে ৭.৪ ডিগ্রি।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও এদিন পারদ নেমেছে। মালদহে এদিন পারদ ছুঁয়েছে ১১.৯ ডিগ্রি। শিলিগুড়িতে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ৬.৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে পারদ নেমেছে ৭.৫ ডিগ্রিতে। দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১.৮ ডিগ্রি সেলসিয়াস। কালিম্পঙে পারদ নেমেছে ৫.৫ ডিগ্রিতে।
এদিকে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের নীচে নেমেছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৩ শতাংশ, ন্যূনতম ৩৩ শতাংশ।