Advertisment

ফের আগুন শহরে, এবার বেহালার কাঠের গুদামে

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের পর এ শহরে উপর্যুপরি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনাগুলির মধ্যে অন্যতম অক্টোবর মাসে কলকাতা মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata fire, কলকাতায় আগুন

এবার আগুন বেহালার কাঠের গুদামে।

আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহর কলকাতায়। বিধ্বংসী আগুনের গ্রাসে পড়ল এবার বেহালার কাঠের গুদাম। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকল। প্রায় দু'ঘণ্টা বাদে দমকলের সাতটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisment

দমকল সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত ৯.০৫ নাগাদ বেহালার বামাচরণ রায় রোড এলাকায় একটি কাঠের গুদামে আগুন লাগে। তবে অগ্নিকাণ্ডের জেরে ওই গুদামে আটকে পড়েন নি বা হতাহত হন নি কেউ। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন: কলকাতার সবথেকে উঁচু বাড়িতে আগুন!

এদিকে, গুদামের আশপাশে কয়েকটি বহুতল রয়েছে। পার্শ্ববর্তী বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। গুদামে কাঠ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে খবর।

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে বাগরি মার্কেটের অগ্নিকাণ্ডের পর এ শহরে উপর্যুপরি বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে ঘটনাগুলির মধ্যে অন্যতম অক্টোবর মাসে কলকাতা মেডিক্যাল কলেজের অগ্নিকাণ্ড। পুজোর সময় ট্যাংরায় এক রাসায়নিক কারখানায় আগুন লেগেছিল। কালীপুজোর আগের দিনই চৌরঙ্গি রোড এলাকার কাছেই পার্ক স্ট্রিটে এপিজে হাউসে আগুন লাগে। কিছুদিন আগে পোস্তায় কাপড়ের গুদামে আগুন লাগে। সম্প্রতি কলকাতার সবথেকে উঁচু বাড়ি 'দ্য ৪২'-তেও আগুন লাগে। এই তিনটি ঘটনাই ঘটে নভেম্বর মাসে। বারবার শহরে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বভাবতই উদ্বিগ্ন শহরবাসী।

calcutta medical college fire
Advertisment