Kolkata Durga Puja Carnival 2018 Live: উমা কৈলাসে ফিরে গিয়েছেন কয়েকদিন আগেই। তবুও পুজোর রেশ রয়ে গিয়েছে শহর কলকাতায়। দশমীর মিষ্টিমুখ, কোলাকুলি করতে করতেই আবারও ঠাকুর দেখবে তিলোত্তমা। আজ পুজো কার্নিভাল। যা নিয়ে গত দুদিন ধরেই সাজ সাজ রেড রোড। এবার ৭২টি পুজোর দুর্গাপ্রতিমাকে নিয়ে শোভাযাত্রা বেরোবে রাজপথে। মেগা শো ঘিরে কাল থেকেই উন্মাদনায় ভাসছে শহর কলকাতা।
এদিকে, পুজো কার্নিভালের জেরে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় যান যন্ত্রণার শিকার হচ্ছেন শহরবাসী। বিভিন্ন রাস্তা কার্যত বন্ধ। বিসর্জন শোভাযাত্রার জেরে রেড রোড সংলগ্ন বেশ কিছু রাস্তা বন্ধ থাকবে বলে কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর। কার্নিভালে নিরাপত্তায় মোতায়েন থাকছেন প্রায় ২,৫০০ পুলিশকর্মী। কার্নিভাল প্রাঙ্গণে বসানো থাকছে এলইডি স্ক্রিন। যাঁদের এবছর শহরের সব বড় পুজোগুলো দেখা হয়ে ওঠেনি, তাঁদের জন্য রইল আমাদের লাইভ ব্লগ।
8.35 pm: শেষ হলো এবছরের কার্নিভাল। আসছে বছর...
8.25 pm: অবশেষে বোধহয় ধৈর্য হারাচ্ছেন কিছু সংখ্যক দর্শক। স্টেজের দিকে এগিয়ে আসতে চাইছেন তাঁরা। কার্নিভাল শেষে মুখ্যমন্ত্রীকে দেখার জন্য দর্শকদের ভিড় সামলাতে কার্যত হিমশিম খাচ্ছে পুলিশ।
8.15 pm: শেষের মুখে এবছরের পুজো কার্নিভাল। ড্রোন শটে রেড রোড যেন রূপকথার রাজ্য।
8.10 pm: ৪১ পল্লী এবং ৬৬ পল্লীর মিছিলে দেখা গেল ডেঙ্গু, জলের অপচয়, মদ্যপানের কুফল নিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা।
8.00 pm: পরপর এলো হিন্দুস্তান পার্ক সার্বজনীন, এবং সল্ট লেক এ কে ব্লক অ্যাসোসিয়েশন।
7.50 pm: নাকতলা উদয়ন সংঘের মিছিলে নৃত্য পরিবেশনায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, যদিও মূল পারফরম্যান্স মুখ্যমন্ত্রীর মঞ্চের সামনে হওয়ায় বহু দর্শক বঞ্চিত হলেন।
7.30 pm: সমাজসেবীর প্রতিমার সঙ্গে এলেন ছৌ নাচিয়েরাও। এই পুজোর প্রতিমা শিল্পী প্রখ্যাত চিত্রকার সনাতন দিন্দা।
7.05 pm: বিসর্জনের শোভাযাত্রায় চমক টালা পার্ক প্রত্যয়ের। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাগজের ফোয়ারা করে বাজিমাত। কাগজের ফোয়ারা দেখে উল্লাস দর্শনার্থীদের মধ্যে, ঢাকের আওয়াজের পাশাপাশি প্রথমবার শোনা গেল করতালির ধ্বনি।
বিসর্জনের শোভাযাত্রায় চমক টালা পার্ক প্রত্যয়ের। প্রযুক্তিকে কাজে লাগিয়ে কাগজের ফোয়ারা করে বাজিমাত। কাগজের ফোয়ারা দেখে উল্লাস দর্শনার্থীদের মধ্যে, ঢাকের আওয়াজের পাশাপাশি প্রথমবার শোনা গেল করতালির ধ্বনি। #DurgaPuja #Durgapujacarnival pic.twitter.com/rKewNILSuu
— IE Bangla (@ieBangla) October 23, 2018
7.01 pm: কাশীবোস লেনের শোভাযাত্রায় আতসবাজির রোশনাই।
7.00 pm: ৭৪ পল্লির পুজোর শোভাযাত্রায় তখন বাজছে 'হারে রে রে', গানে মজে এক মহিলা ভলান্টিয়ারও গুনগুন করে লিপ মেলালেন।
6.50 pm: চেতলা অগ্রনীর অতীব জনপ্রিয় পুজো, যার ভিড় সামলাতে প্রতিবছর হিমসিম খায় পুলিশ। অন্যতম পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী ফিরহাদ 'ববি' হাকিম।
6.35 pm: রেড রোডে মুখ্যমন্ত্রীর যমজ! মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজেই রেড রোডে হাঁটলেন এক মহিলা, সৌজন্যে বোসপুকুর শীতলা মন্দিরের পুজোর শোভাযাত্রা। কিছু সময়ের জন্য অনেকে ভেবেছিলেন মমতা ফের হাঁটবেন হয়ত রেড রোডে, সেই বুঝে ক্যামেরাও তাক করেন। কিন্তু খানিক পরেই বোঝা যায় আসল নকলের প্রভেদ।
6.30 pm: নাচের তালে তাল মেলালেন প্রসেনজিৎ, জুন মালিয়ারা।
6.20 pm: মহিলা পরিচালিত পুজো গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবও শামিল পুজো কার্নিভালে। জমকালো এই ট্যাবলোর সদস্যদের সঙ্গে হাঁটলেন রাজ্যের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
6.10 pm: সুরুচি সংঘের শোভাযাত্রায় বিদেশিনিদের নাচে মজল রেড রোড। গোল করে দাঁড়িয়ে ক্লাবের উদ্যোক্তারা। এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।
6.00 pm: বকুল বাগান, যারা সুপুরি গাছের মণ্ডপ বানিয়েছিল, এবার ৯১ তম বর্ষে
5.55 pm: এবছরের বহু চর্চিত এবং প্রশংসিত আহিরিটোলা সার্বজনীনের প্রতিমা এবার দৃশ্যমান।
5.50 pm: খিদিরপুর ২৫ পল্লীর পরিবেশনায় কথাকলি নৃত্য।
5.45 pm: বরানগর নেতাজী কলোনীর শোভাযাত্রায় সরকারি প্রকল্প যুবশ্রীর প্রচার। তাদের এবারের থিম লন্ডন।
5.25 pm: ঢাকের আওয়াজ, রঙ বেরঙের আলোর রোশনাই, দর্শনার্থীদের উন্মাদনা, দেখে কে বলবে যে বিজয়া সেরেছে এই শহর?
5.20 pm: সন্ধ্যে নামতেই মায়াবী হয়ে উঠল রেড রোড চত্বর।
5.10 pm: চেতলা আলাপীর ট্যাবলোতে হাঁটলেন রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তন ঘোষ।
5.05 pm: ছবি তুলতে ব্যস্ত সবাই, সকলের হাতেই ক্যামেরা, নিজের চোখে নয়, ফোনের লেনসে দেখতে চান।
4.51 pm: 'কার্নিভাল স্পেশাল' সিঁদুর খেলায় সামিল হলেন বালিগঞ্জ কালচারালের শোভাযাত্রার সদস্যরা। পরপর এবার আসছে দক্ষিণ কলকাতা সার্বজনীন, কালীঘাট মিলন সংঘ।
4.40 pm: শোভাযাত্রার শুরুতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, যাদের মণ্ডপের উদ্বোধন হয়েছিল মুখ্যমন্ত্রীর হাত দিয়েই। জমকালো রাজস্থানি নৃত্য পরিবেশন করল এই ক্লাব, সঙ্গে 'পদ্মাবত' ছবির জনপ্রিয় গান 'ঘুমড়'। সঙ্গে হাঁটলেন শ্রীভূমির অন্যতম মূল উদ্যক্তা, বিধায়ক সুজিত বসু।
4.30 pm: এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূল মঞ্চে তাঁর সঙ্গে কিছু বিশিষ্ট নাগরিক, যেমন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও রঞ্জিত মল্লিক, কবি জয় গোস্বামী প্রমুখ। রেড রোড ধরে হেঁটে চলেছেন একশোজন ঢাকি।
কলকাতার রেড রোডে পুজো কার্নিভালে এসে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঢাকের আওয়াজে গমগম করছে রাজপথ। #DurgaPuja2018 #DurgaPuja #Durgapujacarnival pic.twitter.com/xVe20JajDa
— IE Bangla (@ieBangla) October 23, 2018
4.20 pm: আর কিছুক্ষণের অপেক্ষা, ঢাকের আওয়াজে গমগম করছে রেড রোড। শোভাযাত্রার প্রথম পাঁচটি পুজো হবে - শ্রীভূমি স্পোর্টিং, একডালিয়া এভারগ্রীন, বালিগঞ্জ কালচারাল, দক্ষিণ কলকাতা সার্বজনীন, কালীঘাট মিলন সংঘ।
4.00 pm: শোভাযাত্রা শুরু হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের প্রতিমা দিয়ে। এবছর শহরের এই জনপ্রিয় পুজোর থিম ছিল 'পদ্মাবত'। বর্ণাঢ্য এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ঘনিষ্ঠভাবে জড়িত রয়েছেন তৃণমূল বিধায়ক সুজিত বসু।
3.55 pm: ঘটনাস্থল পরিদর্শন করলেন কলকাতার নগরপাল রাজীব কুমার। সঙ্গে ছিলেন অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। আপাতত অপেক্ষা মুখ্যমন্ত্রীর আগমনের।
3.50 pm: অতিথিদের স্বাগত জানানো হবে চন্দনের ফোঁটা এবং গোলাপফুলের পাপড়ি দিয়ে।
3.40 pm: কলকাতার রেড রোডে পুজো কার্নিভালে উপস্থিত সুদূর জার্মানির মিউনিখ থেকে আসা ক্রিস্টেল স্টাইগেনবারগার।
কলকাতার রেড রোডে পুজো কার্নিভালে উপস্থিত সুদূর জার্মানির মিউনিখ থেকে আসা ক্রিস্টেল স্টাইগেনবারগার। দুর্গাপুজো সম্বন্ধে অনেক কিছু শুনেছেন, নিজের চোখে দেখতে পেয়ে খুব খুশি। #DurgaPuja2018 #DurgaPuja #kolkatapujacarnival pic.twitter.com/XTRJ9yMNG6
— IE Bangla (@ieBangla) October 23, 2018
3.25 pm: রেড রোডে আপাতত পুজার আমেজ, লাইন দিয়ে জনে জনে মানুষ আসছেন। ঢাক বাজছে অবিরাম। এক কথায়, কলকাতায় পুজো শেষ হয়েও শেষ হয় নি।
আজ কলকাতায় পুজো কার্নিভাল। যা নিয়ে সাজ সাজ রেড রোড। বিকেল সাড়ে চারটে নাগাদ শুরু হবে এবারের পুজো কার্নিভাল। এবার ৭২টি পুজোর প্রতিমা নিয়ে শোভাযাত্রা বেরোবে রাজপথে। তারই শেষ পর্বের প্রস্তুতি দেখুন। pic.twitter.com/AEVYR6U3cd
— IE Bangla (@ieBangla) October 23, 2018
পুজো কার্নিভাল শুরু হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। গত বছরের মতো এবারের কার্নিভালেও দর্শনার্থী হিসেবে রেড রোডে ভিড় জমাবেন দেশ-বিদেশের বহু মানুষ। বিদেশিদের জন্য রাখা থাকছে আলাদা বসার ব্যবস্থা।সূর্যাস্ত হলেই আলোকমালায় সেজে উঠবে রেড রোড চত্বর।