/indian-express-bangla/media/media_files/2025/08/26/pp-2025-08-26-19-35-17.jpg)
college student murder: কৃষ্ণনগরে ছাত্রী অবশেষে জালে দেশরাজের বাবা
Krishnagar Murder Update: রাজস্থানের জয়সলমীর থেকে ধৃত দেশরাজ সিংয়ের বাবা রঘুবিন্দর সিং। তার বিরুদ্ধে ছাত্রী ইশা মল্লিক খুনে অভিযুক্ত ছেলে দেশরাজ সিংকে সাহায্য করার অভিযোগ রয়েছে। রবিবার তাকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের জয়সলমীর থেকে কৃষ্ণনগর পিডির একটি টিম তাকে গ্রেফতার করেছে। এই খবরের সত্যতা স্বীকার করেছে পুলিশ। তাকে গ্রেফতার করে ৪ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমার বলেন, 'এদিন তাকে রাজস্থান থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে কৃষ্ণনগরে আনা হচ্ছে। ' প্রসঙ্গত, ২৫ আগস্ট কৃষ্ণনগর মানিকপাড়ার বাড়িতে খুন হয়ে যান ছাত্রী ইশা মল্লিক। এই খুনে অভিযুক্ত দেবরাজ সিংক পুলিশ গ্রেফতার করেছে। এর আগে দেশরাজের মামা কুলদীপ সিংকে পুলিশ গ্রেফতার করে। ইশা মল্লিক খুনে অস্ত্র দেশরাজের উত্তরপ্রদেশের প্রতিবেশী নীতিনই কি দিয়েছিল? খুনে ব্যবহৃত সেই পিস্তলটা কোথায়? তদন্তকারীরা এই সমস্ত কিছুর হদিস পেতে দেশরাজের মামার মতো বাবা রঘুবিন্দর প্রতাপ সিংকেও ধরতে চাইছিল। সেক্ষেত্রে রাজস্থানের জয়সলমীরে কর্মরত রঘুবিন্দর প্রতাপ সিংয়ের বিএসএফের দপ্তরে কোর্ট অর্ডার করা হলেও দপ্তর থেকে রিলিজ না করায় ফের কোর্ট অর্ডারের প্রক্রিয়া করে কৃষ্ণনগর পিডির পুলিশ।
কৃষ্ণনগরে ছাত্রী খুনে অভিযুক্ত দেশরাজ সিংয়ের বাবাকে হেফাজতে নেওয়ার ক্ষেত্রে বিএসএফের বেগ পাচ্ছিল পুলিশ। রঘুবিন্দর সিংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও তাকে পুলিশের হাতে বিএসএফ তুলে দিচ্ছিল না বলে অভিযোগ। রাজস্থানের জয়সলমীরের বিএসএফের ডিআইজি পদমর্যাদার এক আধিকারিক অনুমতিপত্র দেখা সত্ত্বেও কৃষ্ণনগর জেলার পুলিশের আধিকারিকদের হাতে দেশরাজের বাবাকে তুলে দিতে অস্বীকার করছিল। রঘুবিন্দরকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য বিএসএফের পক্ষ থেকে আইজির অনুমতিপত্র দাবি করা হয়।
ইশা মল্লিক খুন হওয়ার পর বাবা রঘুবিন্দর সিংয়ের ছেলে দেশরাজকে টাকা দেওয়া থেকে সমস্ত রকমের সাহায্য করে। তাই পুলিশ এই খুনের তদন্ত সম্পূর্ণ করতে রঘুবিন্দরকে পুলিশী হেফাজতে নিয়ে তদন্ত করতে চাইছে। রবিবার তাকে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে এই চাঞ্চল্যকর খুনের তদন্ত অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে তদন্তকারীদের দাবি, ইশা খুনে সমস্ত ঘটনা জানে দেশরাজ কুলদীপ ও দেশরাজের বাবা রঘুবিন্দর প্রতাপ সিং। এই তিনজনের মধ্যে দুজন ধরা পড়লেও নিয়মের কচকচানিতে দেশরাজের বাবা রঘুবিন্দর প্রতাপ সিংকে ধরা যাচ্ছিল না।কিন্ত তাকে ধরার পর ৪ দিনের ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে।