Advertisment

প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী

চেন্নাইযের অ্যাপোলো হাসপাতাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন ক্ষিতি গোস্বামী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রয়াত আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। রবিবার ভোর-রাতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতাসে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা রোগে ভূগছিলেন ক্ষিতি গোস্বামী। দিন কয়েক আগেই চেন্নাইয়ের হাসপাতালে তাঁর গলায় অস্ত্রপচার হয়। পরে হোটেল ফিরে আসেন তিনি। শনিবার সেখানে অসুস্থ বোধ করায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই প্রয়াত হন ক্ষিতিবাবু।

Advertisment

বাম আমলে বিভিন্ন দফতরের মন্ত্রী ছিলেন ফ্রন্ট শরিক আরএসপি-র এই নেতা। বুদ্ধদেব ভট্টাচার্য মন্ত্রিসভায় তিনি ছিলেন পূর্ত দফতরের দায়িত্বে। সামলেছেন দলের রাজ্য সম্পাদক ও দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব।

সোমবার রাজ্যের তিন কেন্দ্রে উপনির্বাচন। বামফ্রন্ট ও কংগ্রেস জোট বেঁধে এই উপনির্বাচনে প্রার্থী দিয়েছে। গত মাসের শেষের দিকে কংগ্রেসের সঙ্গে জোট বৈঠকে উপস্থিত ছিলেন ক্ষিতি গোস্বামী।

আরএসপি সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যাতেই প্রয়াত ক্ষিতি গোস্বামীর দেহ কলকাতায় নিয়ে আসা হবে। আগামীকাল, সোমবার পার্টি অফিসে তাঁকে শেষ সম্মান জানানো হবে। ক্ষিতি গোস্বামীর মৃত্যুতে শোক স্তব্ধ রাজনৈতিক মহল।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও আরএসপি নেতার প্রয়াণে বামফ্রন্টের শরিক দলগুলির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

West Bengal
Advertisment