'বাড়িতে যেমন বাবা-মায়ের শাসনের পরও কোনও একটি ছেলে কুলাঙ্গার হয়ে বেরিয়ে যায়, তেমন পার্টিতেও কিছু কুলাঙ্গার আছে। দল তাদের দায়িত্ব নেবে না। যে পাপ করবে তাকেই প্রায়শ্চিত্ত করতে হবে।' মালদহের কালিয়াচকের আলিনগর এলাকায় ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে তৃণমূল কংগ্রেসের সভা থেকে এমনই মন্তব্য করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন এবং সেচ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন।
আরও পড়ন- জ্যেতিপ্রিয়র প্রাক্তন আপ্তসহায়ক বিসিসিআই’য়ের শীর্ষপদে! তদন্তের দাবি, ইডিকে চিঠি আরটিআই কর্মীর
মন্ত্রী সাবিনা ইয়াসমিন নিজের বক্তব্যে বলেছেন, 'আপনাদেরকে বলব আমাদের ভুল বুঝবেন না। আমরা যা করি আপনাদের জন্যই করি। এবার কেউ যদি কোনও দোষ করে থাকে তাহলে সে তার দোষের ভাগিদার হবে। তার শাস্তি হোক। আমার বাড়িতে যদি কেউ কুলাঙ্গার ছেলে বেরিয়ে যায় পুলিশ যদি অ্যারেস্ট করে নিয়ে যায় তাহলে বাপ, মা কী করবে? কী করবে বাপ, মা? বাপ, মা শাসন করার পরেও একটা ছেলে কুলাঙ্গার হয়ে বেরিয়ে যাচ্ছে। শাসন করেও হচ্ছে না। কী করবে বাপ, মা? ঠিক তেমনই আমাদের পার্টিতেও কিছু কুলাঙ্গার ছেলে আছে। যে পাপ করবে তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তার জন্য দল দায়ী নয়। আমাদেরকে কি দল বলেছে তোমরা চুরি কর। কেউ একজন দাঁড়িয়ে বলুন কোনও টাকা পয়সা নিয়েছি। হ্যাঁ এসেছি চা খেয়েছি। যদি টাকার বিনিময় কাজ,আমি আমার রাজনৈতিক জীবনে তা করিনি। তাহলে আমি টাকা চাইলে আপনি ছাড়বেন কেন? দল আমাকে কখনওই বলেনি টাকার বিনিময়ে তোমরা কাজ কর। যদি কেউ টাকার বিনিময়ে কাজ করে তাহলে সে দায়ী। তার কাছে সমস্ত কিছু চাইবে না। তাহলে তা পার্টির কাছে নয় মমতা ব্যানার্জির কাছে নয়, তৃণমূল কংগ্রেসের কাছে নয়। একটা টাকাও কাউকে দেবেন না। দেবেন কেন। আমাদের সরকার অনেক সুবিধা করে দিয়েছে। দুয়ারে সরকার করে দিয়েছে। যেখানে গেলেই দাঁড়িয়ে কাজ হবে। সেখানে আপনারা যাবেন।'
আরও পড়ন- চরম বিপাকে তৃণমূলের মহুয়া! কড়া নির্দেশ লোকপালের, পালটা হুংকার কৃষ্ণনগরের সাংসদের
এরপর মন্ত্রী সাবিনা ইয়াসমিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'বাড়িতেও যেমন কুলাঙ্গার কিছু ছেলে মেয়ে হয়ে যায়। বাবা-মা শাসন করতে পারে না। ঠিক তেমনি প্রত্যেকটা দলে কিছু কুলাঙ্গার ছেলে থাকে। সেটা দলের নির্দেশে থাকে না। তার জন্য দল দায়ী নয়। আমার নাম করেও যদি কেউ টাকা তোলে তাহলে কোন পাবলিক বিশ্বাস করবে না, দেবেনও না। আজকে যেভাবে সিবিআই, ইডি চলছে,যেভাবে সারা রাজ্যে হেনস্তা করা হচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বলেছি। কেউ যদি অন্যায় করে থাকে তাহলে সে শাস্তি পাবে।'