Kultali News: অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সরদার। কুলতলির চুপড়িঝাড়া পঞ্চায়েত এলাকার বাণীরধল এলাকা থেকে গ্রেফতার কুলতলি কান্ডের মূল পান্ডা সাদ্দাম সরদার। রীতিমতো চারিদিক থেকে ঘিরে ধরেছিল পুলিশ। এবার আর পুলিশের কবল থেকে পালানোর সুযোগই পায়নি সাদ্দাম। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এলাকার CPM নেতা মান্নান খানকেও।
নকল সোনা বিক্রি-সহ প্রতারণার একগুচ্ছ অভিযোগ রয়েছে কুলতলির সাদ্দাম সরদারের বিরুদ্ধে। এর আগে তাকে গ্রেফতার করতে গিয়ে নজিরবিহীন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল পুলিশ বাহিনীকে। পুলিশকে লক্ষ্য করে গুলিও ছেড়ে সাদ্দাম অনুগামীরা। এই ঘটনার পর থেকে পরপর কয়েকদিন কুলতলিতে সাদ্দামের ডেরায় তল্লাশি অভিযান চালায় পুলিশ। কয়েকজনকে গ্রেফতার করা গেলেও মূল অভিযুক্ত সাদ্দাম সরদার ও তার ভাই সায়রুলকে ধরতে পারছিল না পুলিশ।
অবশেষে বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে কুলতলির চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযানে যায় পুলিশ। এলাকার একটি মাছের ভেড়ির চালাঘরে লুকিয়ে ছিল সাদ্দাম। সূত্র মারফত এই খবর আগেই পেয়ে যায় পুলিশ। সেইমতো আগেভাগে গোটা চালা ঘর ঘিরে ফেলেন পুলিশকর্মীরা।
আরও পড়ুন- Success Story: দুর্ভেদ্য লক্ষ্যে আকাশছোঁয়া সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে বাঙালি গৃহবধূর কেরাদুরস্ত কেরামতি, সোনায় বাজিমাত
পুলিশ এলাকায় পৌঁছে গিয়েছে টের পেয়েই ফের পালানোর চেষ্টা করে সাদ্দাম। তবে এবার আর শেষ রক্ষা হয়নি। গভীর রাতেই পুলিশ গ্রেফতার করেছে সাদ্দামকে। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে এলাকার CPM নেতা বলে পরিচিত মান্নান খানকেও পুলিশ গ্রেফতার করেছে।
আরও পড়ুন- Operation Nanhe Farishtey: ভারতীয় রেলের মুকুটে জুড়ল নয়া পালক, অভাবনীয় উদ্যোগে গর্বে বুক ভরে যাবে!
যদিও এখনও অধরা সাদ্দামের ভাই সায়রুল। তবে সাদ্দাম গ্রেফতার হওয়ায় এবার তার ভাইয়ের গ্রেফতার হওয়াও সময়ের অপেক্ষা মাত্র, এমনই বলছেন তদন্তকারীরা। সাদ্দামকে জেরায় বিস্ফোরক একাধিক তথ্য সামনে আসতে পারে বলে আশাবাদী তদন্তকারী অফিসাররা।
আরও পড়ুন- Kalna Municipality Chairman: তৃণমূলের পুরপ্রধানের ‘দাদাগিরি’! সুরক্ষাকর্মীকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ঢুকলেন মন্দিরে