kumartuli: উমা আরাধনায় বাকি বেশ কয়েক মাস। তার আগেই কুমারটুলি জুড়েই যেন অকাল শরৎ। পটুয়া পাড়া জুড়ে চলছে প্রতিমা তৈরির তোড়জোর। দম ফেলার জো নেই শিল্পীদের। বর্ষার আগেই বিদেশ থেকে আসা অর্ডারি প্রতিমাকে বাক্সবন্দী করে জাহাজে তোলার প্রস্তুতিও প্রায় শেষের পর্যায়ে।
আবহাওয়ার খামখেয়ালি কিছুটা চিন্তায় রেখেছে শিল্পীদের। দুর্গাপূজার কয়েক মাস বাকি থাকতেই কলকাতার কুমোরটুলি থেকে দেবীর মূর্তি বিদেশে পাঠানোর কাজ শুরু হয়েছে। শিল্পীদের কথায় গতবারের তুলনায় বিদেশ থেকে অর্ডার বেড়েছে অনেকটাই। দুর্গামূর্তি বিদেশে পাঠানোর কাজও প্রায় শেষের পর্যায়ে। বেশ কয়েকটি প্রতিমা পৌঁছে গিয়েছে গন্তব্যে। বড় অংশের প্রতিমা পাঠানো এখনও বাকী!
পটুয়া পাড়ার নামীদামী শিল্পীদের মধ্যে মন্টু পালকে সকলেই চেনেন। বিদেশ থেকে বেশ কয়েকটি প্রতিমা তিনি ডিসেম্বর-জানুয়ারিতেই অর্ডার পেয়েছেন। শিল্পী বলেন, “ইতিমধ্যেই আমার তৈরি প্রতিমা পাড়ি দিয়েছে ফ্লোরিডাতে। এখনও বেশ কিছু অর্ডার হাতে রয়েছে। সেগুলি এসেছে জার্মানি, কানাডা, অস্ট্রেলিয়ার মত দেশ থেকে। আমেরিকাতে আরও দুটি প্রতিমা তৈরির কাজ প্রায় শেষের পথে। গত বছরের তুলনায় অর্ডার বেড়েছে অনেকটাই। অর্ডার বাড়লেও জিনিস পত্রের দাম আকাশছোঁয়া। সেক্ষেত্রে আমাদের লাভের অঙ্ক অনেকটাই কমেছে"।
শিল্পী আরও বলেছেন, “২০২৪-এর পুজোতে কুমোরটুলি থেকে অন্তত ১০০ দুর্গা প্রতিমা বিদেশে পাড়ি জমাচ্ছে। জানুয়ারি-ফেব্রুয়ারি থেকে অর্ডার আসা শুরু হয়েছে। এখন, অর্ডার অনলাইনেই আসে আমাদের। ইউনেস্কো'র তরফে স্বীকৃতির আরও জাঁকজমকপূর্ণভাবে পুজোর আয়োজন হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এটা অনেক বড় একটা ব্যাপার। আমরা এ বছর ভালো ব্যবসার আশা করছি। দীর্ঘ পথে প্রতিমার যাতে কোন ক্ষতি না হয়, সেই কারণেই তা তৈরি হয় ফাইবার দিয়ে"।
আরও পড়ুন : < Kanchanjunga Express Accident: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় দায়ী কে? রেলের রিপোর্টে চমকে ওঠা দাবি >
বিদেশের পুজো উদ্যোক্তারা মূলত ট্র্যাডিশনাল, টানা চোখের প্রতিমা চান বলেই জানিয়েছে শিল্পী। মিন্টু পালের যেমন এবার ৭-৮ ফুটের ১৫ টি, ১০ ফুটের ২টি এবং ২বাই২-এর এর ৪টি দুর্গা প্রতিমার অর্ডার এসেছে আমেরিকা, কানাডা, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড,স্পেন, দুবাই থেকে। তবে কেবল প্রতিমাই নয়। সেই সঙ্গে মণ্ডপের নানান সামগ্রীর অর্ডার এখন আসতে শুরু করেছে।