/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/Sudip-Banerjee-Kunal-Ghosh-1.jpg)
সুর নরম কুণাল ঘোষের?
Kunal Ghosh Sudip Banerjee: সম্প্রতি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলেন দলীয় মুখপাত্র কুণাল ঘোষ। যা সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। তৃণমূলের 'বিদ্রোহ'-এর পারদ চড়ে। এরপরই চরম পদক্ষেপ নিয়ে ফেলেন তাপস। সোমবার তাপস রায়ের বাড়িতে গিয়ে মন্ত্রী ব্রাত্য় বসু ও কুণাল ঘোষ মানভঞ্জনের চেষ্টা করলেও কাজ হয়নি। উল্টে কুণালকে শোকজ করে দল। এরপরই দেখা যায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিমানের কথা বলে তৃণমূল ছাড়েন তাপস রায়। পদত্যাগ করেন বরানগরের বিধায়ক পদ থেকে।
এরপর কোথায় যাচ্ছেন তাপস? স্পষ্ট করেননি বর্ষীয়ান এই রাজনীতিক। জল্পনা চড়তে থাকে। কিন্তু 'বিদ্রোহ' বিতর্কে নাটকের তখনও বাকি ছিল।
সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ সাফ বলেন, 'সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে বলেছেন, বৈঠকে যে আমাকে ডাকা হয়নি তা অনিচ্ছাকৃত ভুল। সুদীপদা আমাকে ফোন করেছেন, আমি খুশি। সুদীপদা সৌজন্য দেখিয়েছেন। আমিও সৌজন্য দেখিয়ে যাব। সুদীপ দার বিরুদ্ধে মহিলা প্রার্থীর কথা বলেছিলাম। এখন এসব কথা বলছি না। এটা অসৌজন্য।'
এদিন সন্ধ্যা ৭টার পরে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার বাড়িতে হাজির হয়েছেন কুণাল ঘোষ। আলোচনার মাধ্যমে সমস্যার মিটে যাওয়ার আশা করছেন তিনি।
আরও পড়ুন Dilip Ghosh on Tapas Roy: ‘তাপস দা’কে দিয়ে শুরু, আগামীতে আরও’, বিস্ফোরক ইঙ্গিত দিলীপের
উল্লেখ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে উত্তর কলকাতায় মহিলা প্রার্থী হিসাবে মন্ত্রী শশী পাঁজাকে উত্তর কলকাতা কেন্দ্র থেকে দাঁড় করানোর দাবি তুলেছিলেন। সোমবার বিকেলে আগের সেই দাবি সম্পর্কে নীরব থাকলেন কুণাল। উল্টে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তাঁর চায়ের নিমন্ত্রণ রক্ষাকে 'সৌজন্য' বলে জানালেন।
তৃণমূলের শোকজ় চিঠির বিষয়ে বলতে গিয়ে কুণাল এদিন গান শুনিয়েছেন। বলে ওঠেন, 'ইয়ে মেরা প্রেমপত্র পড় কর, কে তুম নারাজ না হো না…!' এরপরই বলে থাকেন, 'আমি উপহাস করছি না। আমার চিঠিটা পড়া হয়নি। আমি গান শুনছিলাম।'