Tapas Roy: ক্ষুব্ধ তৃণমূল নেতার বাড়িতে সকাল-সকাল ব্রাত্য বসু, কুণাল ঘোষ। বেশ কিছুক্ষণ তিনজনের আলোচনার পর কুণাল বেরলেও ব্রাত্য তখনও রয়ে যান। সূত্রের খবর, তাপস রায় শীঘ্রই তৃণমূলের সঙ্গে সম্পর্ক চ্ছিন্ন করতে পারেন বলে তীব্র গুঞ্জন ছড়িয়েছে। এমনকী তিনি BJP-তে যোগ দিতে পারেন বলেও শোনা যাচ্ছে। এই জল্পনার আবহেই বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের (Tapas Roy) বাড়িতে ব্রাত্য-কুণাল।
দলেরই একাংশের বিরুদ্ধে তিতিবিরক্ত তাপস রায়। বর্ষীয়ান এই তৃণমূল বিধায়ক (Tmc Mla) তাঁর বাড়িতে ED হানার পিছনে সরাসরি দায়ী করেছেন তাঁরই দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। দিন কয়েক ধরেই তাপস রায়ের তৃণমূল ছাড়ার জল্পনা চলছে। সম্প্রতি তা আরও গভীর হয়েছে। সূত্রের খবর, গত ১০-১২ দিন ধরে নাকি বিধানসভাতেও যাচ্ছেন না বর্ষীয়ান এই বিধায়ক।
আরও পড়ুন- Youth Death: ইঁদুরের উৎপাত রুখতে ফাঁদ পেতেছিলেন! অসতর্কতার চরম মাশুল দিলেন যুবক
শুধু তাই নয়, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব দিন কয়েক আগেই নাকি তাপস রায়কে পরপর বেশ কয়েকবার ফোন করেছিলেন। সেই ফোন নাকি ধরেননি তাপস রায়। সব মিলিয়ে তাপস রায়ের তৃণমূল ছাড়ার জল্পনা এখন তুঙ্গে উঠেছে। এই আবহেই সোমবার সকালে তাপস রায়ের বাড়িতে গিয়েছেন মন্ত্রী ব্রাত্য বসু ও সদ্য তৃণমূলের দুই গুরুত্বপূর্ণ পদ থেকে ইস্তফা দেওয়া কুণাল ঘোষ। তাঁরা বেশ কিছুক্ষণ কথা বলেছেন তাপস রায়ের সঙ্গে।
তাপস রায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণাল ঘোষ বলেন, "তাপসদার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক। তাপসদা আমায় ভাইয়ের মতো দেখেন। তাপসদার ভাই আমি। দলের কর্মী হিসেবেই এসেছি। যেমন আসি, তেমনই এসেছিলাম। দাদা-ভাইয়ের কথা হয়েছে। দলের কর্মী হিসেবে নেতাকে দলে থাকার অনুরোধ করলাম।"