Advertisment

ঘোষের টার্গেট ঘোষ! ভয়ঙ্কর অভিযোগে শতরূপকে 'সাঁড়াশি চিমটেয়' চেপে ধরলেন কুণাল

সিপিআইএমের যুব নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ কুণাল ঘোষের।

author-image
IE Bangla Web Desk
New Update
kunal ghosh criticizes cpim leader shatarup ghosh

কুণালের নিশানায় শতরূপ।

সিপিআইএমের যুব নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মারাত্মক অভিযোগে সোচ্চার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কুণালের দাবি, শতরূপ একুশের বিধানসভা নির্বাচনের সময় হলফনামা দাখিল করে জানিয়েছিলেন, যে তাঁর মোট সম্পদের পরিমণ ২ লক্ষ টাকা। সেই শতরূপ ঘোষই ২০২৩ সালে ২২ লক্ষ টাকা দিয়ে বিলাসবহুল একটি গাড়ি কিনেছেন বলে দাবি করেছেন কুণাল। সিপিআইএম পার্টির একজন হোলটাইমার হয়ে শতরূপ গাড়ি কেনার জন্য এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে পেলেন? তা নিয়েই প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা।

Advertisment

নিয়োগ দুর্নীতি নিয়ে রাজ্যের শাসকদলকে ফি দিন নাস্তানাবুদ করছে বিরোধীরা। বিজেপি-কংগ্রেসের পাশাপাশি তৃণমূল আমলে শিক্ষাক্ষেত্র-সহ একাধিক বিভাগে স্বজনপোষণ-দুর্নীতির অভিযোগ তুলে রোজ গলা ফাটাচ্ছেন বাম নেতারা। সভা-সমাবেশ তো বটেই নিয়ম করে তৃণমূল নেতাদের তুলোধনা করতে টিভির পর্দায় সবচেয়ে বেশি সরব হতে যাঁদের দেখা যায় তাঁদেরই অন্যতম বামেদের যুব নেতা শতরূপ ঘোষ। এবার সেই শতরূপের বিরুদ্ধেই পাল্টা সোচ্চার কুণাল।

publive-image
কুণাল ঘোষের ফেসবুক পোস্ট থেকে নেওয়া ছবি।

টুইটে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক লিখেছেন, '২০২১ সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন, ২০২৩ সালে সানেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছেন। দাম ও আনুষঙ্গিক খরচ প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230. গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছেন ক্রেতা।'

আরও পড়ুন- ‘প্যাঁচে’ শুভেন্দু, পঞ্চায়েত ভোটের দায়িত্ব কমিশনেরই, স্পষ্ট জানাল হাইকোর্ট

এরপরেই বামেদের 'তরুণ তুর্কি' শতরূপকে বিঁধে কুণালের প্রশ্ন, 'যদি এই শতরূপ সিপিএমের হয়, যে অসভ্যের মত অন্যদের দিকে কালি ছেটায়, তাহলে প্রশ্ন- যে হোলটাইমার এত টাকা পেল কোথা থেকে? যদি বাবা বা কোনও আত্মীয় দেন, তাহলে পেমেন্ট ওর নামে কেন? সরাসরি তাঁরা কিনতে পারতেন। হোলটাইমার এত টাকা ব্যাঙ্ক লোন পেতে পারে কি? হোলটাইমার ২২ লাখি গাড়ি কিনছে, পার্টি জানে? সর্বহারার দলের হোলটাইমার কমরেডের ২২ লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন?' এদিকে, কুণালের এই অভিযোগ প্রসঙ্গে শতরূপ ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি।

আরও পড়ুন- রাষ্ট্রপতির সফরের আগেই তিন অধ্যাপককে শোকজ, ফের বিতর্কে বিশ্বভারতী

Tweet Kunal Ghosh CPIM Kunal Ghosh tmc Shatarup Ghosh
Advertisment