/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/Kunal-Dev-Mithun.jpg)
Kunal Ghosh-Dev: দেবের সমালোচনায় কুণাল ঘোষ।
Kunal-Dev: এবার তৃণমূলের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে বিস্ফোরক দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। এক্স হ্যান্ডেলে নাম না নিয়ে বেনজির কটাক্ষ করলেন দেবকে (Dev)। সাংবাদিক বৈঠকেও কোনও রাখঢাক না রেখে দেবের কিছু মন্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁকে ভয়ঙ্কর নিশানা কুণাল ঘোষের।
উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনী প্রচারে গিয়ে BJP-র তারকা নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) 'গদ্দার' বলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে তৃণমূলনেত্রীর বলা এই 'গদ্দার' শব্দে আপত্তি রয়েছে তাঁরই দলের প্রার্থী দেবের। দেবের এই আপত্তি নিয়েই এবার কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ।
এক্স হ্যান্ডলে দেবের না নাম নিয়ে কটাক্ষের সুরে কুণাল লিখেছেন, "দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল সমর্থনের। বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের। বিশ্বাসঘাতকরা আমাদের নেতা-নেত্রী-দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য। আর বিশ্বাসঘাতক দলবদলুদের 'গদ্দার' বলা হলে সেটা আপত্তির!"
দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দলবদল সমর্থনের। বিশ্বাসঘাতকদের আচরণ সমর্থনের। বিশ্বাসঘাতকরা আমাদের নেতা-নেত্রী-দলের বিরুদ্ধে কুৎসা করলেও তাদের সঙ্গে ব্যক্তিগত আদিখ্যেতা করে নিজের ইমেজকে সর্বপন্থী উদার রাখার চেষ্টার নাম সৌজন্য। আর বিশ্বাসঘাতক দলবদলুদের 'গদ্দার' বলা হলে সেটা আপত্তির!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 26, 2024
সাংবদিক বৈঠকে কোনও রাখঢাক না রেখেই ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের তুমুল সমালোচনা করেছেন কুণাল। তিনি বলেছেন, "দেব ভালো ছেলে। কিন্তু ওর একার সৌজন্য, এই সৌজন্যের কপিরাইটটা দেবের নেই। সৌজন্য আমিও দেখাতে পারি। দেবের সঙ্গে মিঠুনদার কী সম্পর্ক আমি জানি না, আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল। মিঠুনদার সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। শুভেন্দু অধিকারীর সঙ্গেও আমার ব্যক্তিগত শত্রুতা নেই। আমার নেত্রী, আমার নেতা, আমার দলকে অ্যাটাক করে, তাই তাঁদের আক্রমণ করি। তাঁদের কাছে ব্যক্তিগভাবে ভালো সাজব, চৈতণ্যদেবের মতো প্রেম বিলিয়ে বেড়াব, আর নিজের ইমেজ বিল্ড আপ করব, এই পলিটিক্স হতে পারে না।"
আরও পড়ুন- Premium: ‘যাদবপুরে লাল সুনামি আছড়ে পড়বেই’, কোন অঙ্কে বিরাট সম্ভাবনা দেখছেন প্রত্যয়ী সৃজন?