Advertisment

Kunal Ghosh-Sudip Banerjee: সুদীপকে গ্রেফতারের দাবি, ED-CBI-কে ট্যাগ করে এবার বোমা ফাটানো অভিযোগ কুণালের

Kunal Ghosh-Sudip Banerjee: এর আগে তৃণমূলের দুই পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। নিজেকে দলে ফিট করতে পারছেন না তিনি, এমনই জানিয়েছিলেন কুণাল। তবে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লাগাতার সরব এই দাপুটে নেতা। স্বাভাবিকভবেই কুণাল ঘোষের এমন জোরালো বাউন্সারে লোকসভা নির্বাচনের মুখে শাসকদল তৃণমূল বড়সড় অস্বস্তিতে। যদিও সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে এখনও পর্যন্ত কুণালের এই বেনজির আক্রমণ প্রসঙ্গে মুখ খোলেননি।

author-image
IE Bangla Web Desk
New Update
Kunal Ghosh demands arrest of tmc MP Sudip Bandyopadhyay

Kunal Ghosh-Sudip Banerjee: সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি কুণাল ঘোষের।

Kunal Ghosh-Sudip Banerjee: লোকসভা নির্বাচনের (Lok Sabha Polls 2024) আগে খেলা জমিয়ে দিলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। দলের সব পদ থেকে ইস্তফা দিয়ে এবার আরও বেশি রণংদেহী মেজাজে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhisehek Banerjee)অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা। লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) বিরুদ্ধে বোমা ফাটানো অভিযোগে রাজ্য রাজনীতির আঙিনা আরও বেশি গরম করে দিলেন সদ্য প্রাক্তন দাপুটে এই রাজনীতিবিদ।

Advertisment

এক্স হ্যান্ডলে কী লিখেছেন কুণাল ঘোষ?

"সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর তরফে AIIMS, ভুবনেশ্বরে দেওয়া টকার বিষয়ে তদন্ত করতে হবে। তিনি যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে বা সেটা তাঁর পক্ষ থেকেই হাসপাতালে দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করা উচিত। যদি এটি সত্য বলে প্রমাণিত হয়, তবে এটি কয়লা কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত হতে পারে। আরও তদন্তের জন্য সুদীপ ব্যানার্জিকে গ্রেফতার করা উচিত। যদি এজেন্সিগুলি এটি এড়াতে চেষ্টা করে, তাহলে এই বিষয়ে তদন্তের জন্য আমাকে আদালতে আবেদন করতে হবে।"

ফের কুণাল ঘোষের নিশানায় লোকসভায় তৃণমূলের দলনেতা তথা উত্তর কলকাতার তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দলের দুই বড় পদ থেকে ইস্তফা দিয়েছেন কুণাল ঘোষ। যদিও মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি এখনও তাঁর অগাধ আস্থা রয়েছে। কেন তিনি দলে থাকতে চাইছেন না সে বিষয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন কুণাল।

আরও পড়ুন- Kunal Ghosh: ‘উনি বড়সড় শেখ শাহজাহান! গালে দাড়ি আছে।’ দলের কাকে নিশানা কুণালের?

তিনি বলেছেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমার নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার সেনাপতি। কিন্তু এই দুই পদে আমি থাকতে চাইছি না, ভেবেচিন্তে মনস্থির করে আমি নেতৃত্বকে জানিয়েছি। কিছু কিছু জায়গায় সমস্যা হচ্ছে। মিসফিট বলে মনে হচ্ছে। দলে আমি খাপ খাওয়াতে পারছি না। আমি এমন কোনও নেতা নই যে তার জন্য এটা নিয়ে আলোচনা হবে। তার থেকে সরে থাকা ভাল।"

আরও পড়ুন- ভারতী ঘোষ ‘মা’ বলেছিলেন, এবার সরকারি মঞ্চে মুখ্যমন্ত্রীকে ‘দেবী দুর্গা’ বললেন কে জানেন?

তিনি আরও বলেছেন, "আমি ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়েছি। আমি অনুরোধের জন্য বসে আছি সেটা ভাবার কোনও কারণ নেই। যে জায়গাটা উপভোগ করতে পারছি না। কোথাও দ্বিধা-দ্বন্দ্ব, যন্ত্রণা থাকছে। সেটা আমি বইব কেন। আমার নেতা তো দিদিই থাকছেন, অভিষেকই থাকছেন। অভিষেককে শুধু আমি নেতা হিসেবে সম্মান করি না, আই লাভ অভিষেক।’

গতকাল একথা বলার পর আজ আবারও বোমা ফাটানো পোস্ট কুণাল ঘোষের। স্বাভাবিকভাবেই কুণালের এই এক্স পোস্ট ঘিরে তুমুল শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। যদিও যাঁকে নিশানা করে কুণাল এতকিছু বলে চলেছেন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও পর্যন্ত কুণালের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এখনও দেননি।

tmc Kunal Ghosh Sudip Banerjee
Advertisment