Advertisment

Kunal Ghosh: সুদীপ হঠাও! ধনুক ভাঙা পণ কুণালদের, উত্তর কলকাতার প্রার্থী হিসাবে চাইছেন কাকে?

Lok Sabha Poll 2024 TMC: সত্তরোর্ধ্ব সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বয়সেও উত্তর কলকাতায় দলের সভাপতি থাকতে মরিয়া হয়ে যেভাবে দলের নেতা-নেত্রীদের রাত মেসেজ করে 'প্যানপ্যান' করেন, তা বিরক্তিকর ও অবাক করার বিষয় বলেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

author-image
IE Bangla Web Desk
New Update
Kunal Ghosh demands Shashi Panja as TMC candidate from North Kolkata instead of Sudeep Banerjee , সুদীপ ব্যানার্জীর বদলে উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী করা হোক শশী পাঁজাকে দাবি কুণাল ঘোষের

কুণাল-সুদীপ দ্বৈরথ চরমে, কী করবেন মমতা বন্দ্যোপাধ্যায়?

Kunal Ghosh On North Kolkata TMC Candidate: একটানা সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন কুণাল ঘোষ। উত্তর কলকাতার দলীয় সাংসদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির দাবি তুলেছেন। সঙ্গে পেয়েছেন বিধায়ক তাপস রায়কেও। নাছোড় কুণাল। শনিবার বিকেলে বাতলালেন সুদীপের বদলির নামও।

Advertisment

উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এবার মহিলা প্রার্থী করার দাবিতে সওয়াল করলেন কুণাল ঘোষ। এক্ষেত্রে প্রয়াত তৃণমূল নেতা তথা সাংসদ অজিত পাঁজার পুত্রবধূ শশী পাঁজাকে উত্তর কলকাতা থেকে জোড়া-ফুল টিকিট দেওয়ার পক্ষপাতি দলীয় রাজনীতিতে সুদীপের বিরোধী শিবির। শনিবার কুণাল ঘোষ বলেন, 'মমতাদি নারী ক্ষমতায়ণের পক্ষে। উত্তর কলকাতা বা পূর্ববর্তী কলকাতা পূর্ব লোকসভা কেন্দ্রে কোনওদিন মহিলা সাংসদ পায়নি। দক্ষিণ কলকাতায় মমতাদি ছিলেন, এখন মালা রায় আছেন। আমরা চাইছি, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রেও এবার তৃণমূল মহিলা প্রার্থীকে দাঁড় করাক। এক্ষেত্রে প্রয়াজ সাংসজ অজিত পাঁজার যোগ্য পুত্রবধূ মন্ত্রী শশী পাঁজাকে প্রার্থী করা যেতে পারে। এটা আমদের অনুরোধ মমতা দি ও অভিষেকের কাছে।'

কুণাল ঘোষের কথায়, '১৯৮৪, ১৯৮৯, ১৯৯১, ১৯৯৬, ১৯৯৮ ও ১৯৯৯ সালে লোকসভা ভোটে জিতেছিলেন অজিত কুমার পাঁজা। কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের টিকিটে। তাঁর পুত্রবধূকে প্রার্থী করা হলে অজিত কুমার পাঁজা সংক্রান্ত আবেগও ইতিবাচক ফল দিতে পারে।'

উল্লেখ্য, শশী পাঁজা বর্তমানে শ্যামপুকুর কেন্দ্রের তৃণমূল বিধায়ক ও রাজ্যের শিল্প ও নারী-শিশু কল্যাণ মন্ত্রী।

মহিলা প্রার্থী হিসাবে সুদীপ-জায়া তথা বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়কে উত্তর কলকাতা থেকে প্রার্থী করা হলে মানবেন কুণাল ঘোষেরা? সাংবাদিকের এ প্রশ্নের জবাবে কুণাল বলেছেন, 'এ নিয়ে আমার কোনও মন্তব্য নেই। তবে বিউটিপার্লার সামনে নয়নাদি সময় দিতে পারলে হবেন।'

আরও পড়ুন- Tapas Roy: সুদীপ দাঁড়ালেই উত্তর কলকাতায় এবার তৃণমূলের ‘ঘ্যাচাং-ফু’? বিস্ফোরক তাপস রায়

দলে গোষ্ঠী কোন্দলের জেরে কুণাল ইতিমধ্যেই সাংগঠনিক দু'টি পদ থেকে ইস্তফা দিয়েছেন। দাবি করেছেন, তিনি একজন সৈনিক হিসাবে দলের হয়ে কাজ করবেন। সেই সুরেই এদিন তিনি বলেছেন, 'তবে দল যাঁকেই শেষপর্যন্ত পার্থী করুক আমরা তৃণমূলের প্রার্থী হিসাবে তাঁর হয়ে প্রচার করব।'

যদিও কুণাল ঘনিষ্ঠ বিধায়ক তাপস রায় বলে দিয়েছেন যে, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফের উত্তর কলকাতা কেন্দ্র থেকে টিকিট দেওয়া হলে তিনি আর কাজ করবেন না। সুদীপবাবু হেরে যাবেন বলেও ভবিষ্যৎদ্বাণী করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক। পুরোটাই দলীয় নেতৃত্বকেও জানিয়ে দিয়েছেন বলে দাবি করেছেন তাপসবাবু।

সত্তরোর্ধ্ব সুদীপ বন্দ্যোপাধ্যায় এই বয়সেও উত্তর কলকাতায় দলের সভাপতি থাকতে মরিয়া হয়ে যেভাবে দলের নেতা-নেত্রীদের রাত মেসেজ করে 'প্যানপ্যান' করেন, তা বিরক্তিকর ও অবাক করার বিষয় বলেও কটাক্ষ করেছেন কুণাল ঘোষ।

north kolkata Sudip Banerjee tmc Kunal Ghosh loksabha election 2024 Shashi Panja Tapash Ray
Advertisment