scorecardresearch

‘ওরা পুজো মানে না, তা পুজোর দিনেই কেন স্টল?’, বামেদের বিঁধে সরব কুণাল

অষ্টমীর সন্ধেয় কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ে প্রতিবাদ সভা চলাকালীন সিপিএম নেতাদের তুলে নিয়ে যায় পুলিশ।

kunal ghosh have criticised left front for book stall in durgapuja
ফের কুণাল ঘোষের নিশানায় বামেরা।

‘পায়ে পা দিযে ঝগড়ার তালে সিপিএম’, অষ্টমীর সন্ধেয় কলকাতার রাসবিহারী অ্যাভিনিউ চত্বরে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়-সহ অন্য বাম নেতাদের আটক হওয়া নিয়ে টুইট কুণাল ঘোষের। রাসবিবহারী অ্যাভিনিউয়ে সিপিএমের পুজোর স্টল নিয়ে তৈরি বিতর্কের ঝাঁঝ আরও বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

এদিন টুইটে কুণাল ঘোষ লিখেছেন, ”বই নিয়ে মতবিরোধ কেন হবে? পুজোর ভিড়ে রাজনৈতিক প্ররোচনার প্রচার নিয়ে সমস্যা। তৃণমূলেরও স্টল আছে। দৈনন্দিন রাজনীতি বাদ। সিপিএম পায়ে পা দিয়ে ঝগড়ার তালে। পুজো মানে না, তা পুজোর দিন স্টল কেন? ওরা রবিবার করে স্টল করুক। বই পড়া, না পড়া নিয়ে কোনও ইস্যু হয়নি। নাটক করল ওরা।”

ঠিক কী ঘটেছিল অষ্টমীর সন্ধেয়?

রাসবিহারী অ্যাভিনিউয়ে সিপিএমের পুজোর বুক স্টলে আগেই হামলার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। সেই ঘটনার প্রতিবাদে অষ্টমীর সন্ধেয় একটি সভার আয়োজন করেছিল সিপিএম। পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ও সেই সভার জন্য প্রচার করেছিলেন। কমলেশ্বর ফেসবুকে সেই সভায় যোগ দেওয়ার আবেদনও জানিয়েছিলেন বামেদের পক্ষ থেকে। পরিচালক নিজেও গত সোমবার অষ্টমীর সন্ধেয় উপস্থিত ছিলেন রাসবিহারীর সেই প্রতিবাদ সভায়।

আরও পড়ুন- নবমীর সন্ধে ভেস্তে দিতে হাত পাকাচ্ছে বৃষ্টি, প্যান্ডেল হপিংয়ে ছাতা-রেনকোট মাস্ট

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা রবীন দেব, বিকাশরঞ্জন ভট্টাচার্য, গৌতম গঙ্গোপাধ্যায়, কল্লোল মজুমদারদের মতো বামনেতারা। ওই দিন সভা শুরুর কিছুক্ষণের মধ্যেই সেখানে যায় পুলিশ। পুলিশের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়ে যায় বাম নেতাদের। এরপরেই বামনেতাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kunal ghosh have criticised left front for book stall in durgapuja