scorecardresearch

কুণালের U টার্ন? রাখঢাক সরিয়ে কৌস্তভ গ্রেফতারিতে খুল্লমখুল্লা পুলিশকে ধুলেন কুণাল

সবে হাতছাড়া সাগরদিঘি। এবার কুণাল-বচনে ফাঁপড়ে তৃণমূল।

kunal ghosh on kaustav bagchi arrest issue
কৌস্তভ গ্রেফতারিতে কুণালের মন্তব্য জোর চর্চায়।

কংগ্রেস নেতা কৌস্তভ বাগচির গ্রেফতারিতে একেবারেই খুশি নন রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। কৌস্তভের গ্রেফতারি নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত খোলাখুলি জানিয়েছেন কুণাল। ‘কৌস্তুভ অন্যায় করেছেন। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত।’ ফেসবুকে এমনই লিখেছেন রাজ্য তৃণমূলের অন্যতম এই শীর্ষ নেতা।

ফেসবুকে ঠিক কী লিখেছেন কুণাল ঘোষ?

‘কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তুভ প্রচার পাবে, বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে। গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা। যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল।’

কুণাল ঘোষের ফেসবুক পোস্ট।

‘আজও আমি কৌস্তুভের গ্রেফতারের বিরোধিতা করছি। এতে ওর এবং বিরোধীদের রাজনৈতিক লাভ হবে। কৌস্তুভ অন্যায় করেছে। ওর অপরিণত, অসৌজন্যের কথার প্রবণতা আছেই। কিন্তু তার জবাব রাজনৈতিকভাবে আমাদের ছাত্রযুবরা দিতে পারত। পুলিশি অভিযান ঠিক হল না। এর নেতিবাচক প্রভাব পড়বে। সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।’

আরও পড়ুন- গ্রেফতার কৌস্তভ, থানায় বিক্ষোভ কংগ্রেসের, ‘পাশে আছি, আইনি লড়াই চলবে’, বললেন অধীর

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kunal ghosh on kaustav bagchi arrest issue