/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/mamata-abhishek-2.jpg)
TMC: জনগর্জন সভায় মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি পার্থ পাল
Lok Sabha Election 2024 West Bengal: রাজ্যের শাসক দলের হুঙ্কার ছিল বাংলার ৪২টির মধ্যে সবকটিতেই উড়বে জোড়াফুল পতাকা। একই টার্গেট বেঁধে দিয়েছিল বিজেপির 'চাণক্য' অমিত শাহও। সময় এগোতে সেই সংখ্যাই যেন পাখির চোখ তৃণমূলের!
লোকসভা ভোটের আগে শুক্রবারই প্রকাশিত বিভিন্ন সংস্থার জনমত সমীক্ষা। আর ভোট ঘোষণার দিনই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলে দিলেন, এবার লোকসভা ভোটে বাংলায় তৃণমূল ক'টি আসন পেতে পারে।
কী ভবিষ্যদ্বাণী কুণাল ঘোষের?
শনিবার সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেছেন, 'লোকসভা ভোটে তৃণমূল ৩০ থেকে ৩৫ আসন নিশ্চিতভাবে পাবে। বাম, কংগ্রেস শূন্য পাবে। কোথাও কোনও আসন পাবে না তারা। আর বিজেপিকে কীভাবে দুটি, তিনটি, চারটি আসনে বেঁধে রাখা যায়, তা দেখতে হবে। আমাদের টার্গেট বাংলায় বিয়াল্লিশটার মধ্যে বিয়াল্লিশটা আসন। তবে ৩০ থেকে ৩৫ আসন নিশ্চিত। এর পর তা কতটা এগোনো যায়, দেখতে হবে।'
অর্থাৎ ৪২টির বদলে এখন তৃণমূলের নজরে বাংলার ৩৫ আসন।
২০১৪ সালের লোকসভা ভোটে তৃণমূল ৪২-এর মধ্যে ৩৪ টি আসন পেয়েছিল। ২০১৯-য়ের ভোটে তৃণমূলের আসন সংখ্যা কমে দাঁড়ায় ২২-টিতে। ২০২৪ সালের লোকসভা ভোটে বাংলার ক'টি আসন তৃণমূল পায় সেটিই দেখার।
আরও পড়ুন-Sheikh Shahjahan: সন্দেশখালির ‘বাঘ’ গারদে ক্রমশ বেড়াল! দীর্ঘ জেরায় শেষপর্যন্ত নতি স্বীকার