সন্ধ্যা থেকেই উর্দীধারীদের তোড়জোড় চলছিল। এরপর রাতে মিনিট ১৫-র অপরেশন। তাতেই ফাঁকা হয়ে গেল করুণাময়ী থেকে সেক্টর ফাইভের রাস্তা। হঠানো হল ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের। এরপরই বিরোধী দলগুলির নেতৃত্বরা নিশানা করেছে পুলিশকে। উর্দীধারীদের 'অমানবিক' বলে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী, মীনাক্ষী মুখোপাধ্যায়রা। এর বিরুদ্ধেই গর্জে উঠেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
Advertisment
এ দিন টুইটে কী বলেছেন শুভেন্দু?
টেট আন্দোলনকারীদের প্রতি পুলিশ প্রশাসনের পদক্ষেপের প্রতিবাদে মুখর রাজ্যের বিরোধী দলনেতা। টুইটে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক। মমতার পুলিশ সল্টলেকে ২০১৪ টেটের আন্দোলনকারী উপর নৃশংসভাবে বল প্রয়োগ করেছে। রাজ্য প্রাথমিক শিক্ষা বোর্ড অফিসের কাছে তাঁদের বৈধ অবস্থান বিক্ষোভ জোরপূর্বক শেষ করতে শক্তি প্রয়োগ করা হয়েছে। পশ্চিমবঙ্গ না হিটলারের জার্মানি?'
কুণালের টুইট-
পাল্টা এর বিরুদ্ধে টুইটে সোচ্চার হয়েছেন কুণাল ঘোষ। লিখেছেন, 'তাহলে রেল, সেনাবাহিনী সহ বিভিন্ন কেন্দ্রীয় পরীক্ষায় যারা পাশ করেও চাকরি পাননি, তাদের সকলকে অবিলম্বে নিয়োগের দাবিতে কেন্দ্রের অফিসগুলির সামনে ধর্ণা অবরোধে বসলে সেটাও যুক্তিসম্মত হবে তো? বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি কোথায় গেল? ২০১৪ থেকে ৮x২=১৬ কোটি চাকরির তালিকা প্রকাশ হোক।'