Arnab Dam: জেলবন্দি প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের পাশে দাঁড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। অর্ণব দামকে PHD করতে দেওয়ার দাবি তুলেছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও এব্যাপারে নিজের মতামত জানিয়েছেন কুণাল। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং কারামন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন কুণাল।
অর্ণব দামের PHD নিয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে জটিলতা তৈরি হয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষের অভিযোগ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তৈরি করা জটিলতার জেরে অর্ণব দামের PHD গবেষণা আটকে রয়েছে। ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছেন, "মাওবাদী অভিযোগে বন্দি অর্ণব দামকে পিএইচডি করতে দিতে হবে। ও যোগ্যতা প্রমাণ করেছে।
মাননীয় শিক্ষামন্ত্রী ও কারামন্ত্রীর সঙ্গে আজ কথা হয়েছে। ওঁরা সহযোগিতা করবেন। অর্ণবকে দরকারে হুগলি থেকে বর্ধমান জেলে সরানো হবে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আন্তরিক ও ইতিবাচক। কিন্তু উপাচার্য অকারণ জট তৈরি করে বাধা দিচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে মেধাবী অর্ণবকে ভর্তি করে গবেষণার কাজ শুরু করতে দিন উপাচার্য।"
আরও পড়ুন- Sundarbans: ঝোপের আড়াল থেকে নৌকায় ঝাঁপ! গা শিউরে ওঠার মতো কাণ্ড সুন্দরবনে!
উল্লেখ্য, বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে PHD করতে চান প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম। বর্তমানে হুগলি সংশোধনাগার তাঁর ঠিকানা। শিলদা কাণ্ডে তাঁকে গ্রেফতার করা হয়েছিল। তবে জেলে থেকেই পড়াশোনা চালিয়ে যান অর্ণব। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে PHD-র প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি।
আরও পড়ুন- Digha: দিঘার কাছেই বিরাট কাণ্ড! প্রশাসনের ঘোষণায় রুষ্ট মৎস্যজীবীরা
যদিও তাঁর PHD গবেষণা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বর্ধমান বিশ্ববিদ্যালয় PHD-তে ভর্তি প্রক্রিয়াই স্থগিত করে দিয়েছে। এদিকে PHD-র দাবিতে জেলেই অনশন শুরু করে দিয়েছেন একদা মাওবাদী নেতা অর্ণব দাম। এবার তাঁর পাশে দাঁড়ালেন তৃণমূল নেতা কুনাল ঘোষ।