Advertisment

RG Kar Case: হঠাৎ কোন তথ্য CBI-কে দিতে ছুটে গেলেন কুণাল ঘোষ?

RG Kar Case: আরজি করের ঘটনা নিয়ে আবারও রাজ্যপাল সিভি আনন্দ বোস নিশানা করেছেন রাজ্য সরকারকে। তাঁর কথায়, "এটা প্রচণ্ড দুঃখের ব্যাপার। খুবই দুশ্চিন্তার বিষয়। সুবিচার হবে, সত্য সামনে আসবে, এটাই আশা করি। রাজ্যে অত্যাচারের ঘটনা ঘটছে সরকার কাজ করছে না। কে পুলিশ কে চোর বুঝতে পারছে না জনগণ। পরিস্থিতি পাল্টাতেই হবে। পরিবর্তন হবে, সুবিচার আসবে। কেন মানুষ পরিষেবা পাবে না? রাজ্যের মানুষ চাইছে সরকার তার কর্তব্য পালন করুক।"

author-image
IE Bangla Web Desk
New Update
kunal ghosh wants to submit some info to cbi regarding rg kar case, আরজি কর, কুণাল ঘোষ, সিবিআই

CBI দফতরে কুণাল ঘোষ।

RG Kar Case-Kunal Ghosh: আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ-খুন কাণ্ডে উত্তাল বাংলা। ঘটনার প্রতিবাদে একটানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। আরজি কর কাণ্ডের তদন্ত করছে CBI। সোমবার সকালে CBI-এর সিজিও কমপ্লেক্সের দফতরে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আরজি কর কাণ্ডে কিছু তথ্য কেন্দ্রীয় সংস্থার হাতে দিতে চান কুণাল। সেই উদ্দেশ্যেই তদন্তকারীদের সঙ্গে তিনি দেখা করবেন বলে জানিয়েছেন।

Advertisment

এদিন CBI দফতরে ঢোকার মুখে কুণাল ঘোষ বলেন, "জুনিয়র ডাক্তাররা অর্থাৎ যাঁরা এই ঘটনার নিন্দা করছেন তাঁরা আমাকে কিছু তথ্য দিয়েছেন। সেই তথ্যই CBI-কে দিতে চাই। ওঁরা যদি নেন দেব। যেহেতু এখন তদন্তটা CBI-এর হাতে গেছে, তাই তাঁদের কাছে সেই তথ্যগুলি দিতে চাই।"

যদিও কুণাল ঘোষ ঠিক কী তথ্য সিবিআিইকে দিতে চাইছেন তা তিনি স্পষ্ট করেননি। ওই নথিতে এমন কী আছে যা তদন্তের গতিকে আরও দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে পারবে সেব্যাপারেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিশদে কিছু জানাননি তৃণমূল নেতা। তবে স্বাভাবিকভাবেই কুণাল ঘোষের মতো তৃণমূলের প্রথম স্তরের নেতার আরজি কর কাণ্ডে CBI-কে তথ্য দিতে চাওয়ার বিষয়টিতে চর্চা বাড়ছে।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের অভিনব প্রতিবাদ, নজিরবিহীন সিদ্ধান্ত চিকিৎসকদের

আরও পড়ুন- Sukhendu Sekhar Roy: দমবার পাত্র নন সুখেন্দুশেখর! ফুটবল সমর্থকদের উপর পুলিশি সক্রিয়তায় তেড়েফুঁড়ে সোচ্চার সাংসদ

এদিকে, আরজি করের ঘটনা নিয়ে আবারও রাজ্যপাল সিভি আনন্দ বোস নিশানা করেছেন রাজ্য সরকারকে। তাঁর কথায়, "এটা প্রচণ্ড দুঃখের ব্যাপার। খুবই দুশ্চিন্তার বিষয়। সুবিচার হবে, সত্য সামনে আসবে, এটাই আশা করি। রাজ্যে অত্যাচারের ঘটনা ঘটছে সরকার কাজ করছে না। কে পুলিশ কে চোর বুঝতে পারছে না জনগণ। পরিস্থিতি পাল্টাতেই হবে। পরিবর্তন হবে, সুবিচার আসবে। কেন মানুষ পরিষেবা পাবে না? রাজ্যের মানুষ চাইছে সরকার তার কর্তব্য পালন করুক।"

আরও পড়ুন- Kolkata Doctor Murder: সুখেন্দুশেখরের সুরেই এবার রাজ্যের মন্ত্রী, আর জি কর কাণ্ডে কী দাবি সাবিনার?

RG Kar Medical College cbi Kunal Ghosh
Advertisment