সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করবেন নবম থেকে দ্বাদশ শ্রেণিতে (এসএলএসটি) শিক্ষকপদে নিয়োগের দাবিতে আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা। শনিবারই তৃণমূলের অন্যতম রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আন্দোলনকারীদের ধরনামঞ্চে গিয়েছিলেন। সেখানেই বৈঠকের কথা ঠিক হয়ে গিয়েছিল। রবিবার জানা গেল, সোমবারের বৈঠকে কুণাল ঘোষও থাকবেন। বিকাশ ভবনে শিক্ষা দফতরে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে হবে এই বৈঠক। তবে, সোমবারের বৈঠকে কুণাল ঘোষ যোগ দেবেন ভিন্ন পরিচয়ে।
এই ব্যাপারে এসএলএসটি আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের অন্যতম নেতা অভিষেক সেন বলেন, 'আমরা চেয়েছিলাম কুণাল ঘোষ এই বৈঠকে আমাদের সঙ্গে থাকুন। তিনি রাজি হয়েছেন।' আর, কুণাল ঘোষ বলেছেন, 'চাকরিপ্রার্থীরাই আমাকে অনুরোধ করেছিলেন। সেই কারণে আমি ওঁদের হয়ে যাব।' তিনি কোনও সরকারি পদে নেই। চাকরিপ্রার্থীও নন। তাই চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকে কেন থাকবেন, সেই ব্যাপারে অবস্থান স্পষ্ট করে দিলেন বলেই জানিয়েছেন তৃণমূল নেতা ও চাকরিপ্রার্থীরা।
রবিবার চাকরিপ্রার্থীদের ব্যাপারে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করেন, 'মুখ্যমন্ত্রী নিয়োগ চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিয়োগ চাইছেন। তিনি এঁদের সঙ্গে বৈঠকও করেছিলেন। সেই প্রক্রিয়া এগিয়েছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও নিয়োগ চান। কিন্তু, কিছু লোকের জন্য অযথা জটিলতা তৈরি হচ্ছে। সর্বতোভাবে সেই জটিলতা কাটানোর চেষ্টা চলছে। আইনি জট কাটাতে কী করা যায়, তা দেখা হচ্ছে। আমরা সবাই চাইছি, যাতে জট খোলে, আইনি সমস্যা কাটে।'
আর, চাকরিপ্রার্থীরাও যে কুণাল ঘোষকে বিশ্বাস করেন, তা বুঝিয়ে দিয়েছেন আন্দোলনকারীদের অন্যতম নেতা অভিষেক সেন। তিনি বলেন, 'শনিবার কুণাল ঘোষ মঞ্চে এসেছিলেন। এর আগে তিনি আমাদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও বৈঠক করানোর ব্যবস্থা করেছিলেন। সেই সব জন্যই তাঁকে আমরা সোমবারের বৈঠকে থাকার অনুরোধ করেছি।'
আরও পড়ুন- আয়কর অভিযানে সাংসদের কুবেরের ধন বাজেয়াপ্ত! রাহুল-যোগের অভিযোগ বিজেপির, চাইল জবাবদিহি
শনিবার ছিল মেয়ো রোডে এসএলএসটি আন্দোলনকারীদের আন্দোলনের হাজারতম দিন। সেখানে প্রতিবাদ জানাতে গিয়ে অন্যতম আন্দোলনকারী মহিলা চাকরিপ্রার্থী রাসমণি পাত্র মাথার চুল কামিয়ে ফেলেন। মেদিনীপুরের ভোগপুরের বাসিন্দা ওই আন্দোলনকারীর এহেন আচরণের খবর জানতে পেরেই ধরনামঞ্চে ছুটে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। সেই সময় ধরনামঞ্চের কাছে উপস্থিত কংগ্রেস, বিজেপি, সিপিএম কর্মীরা কুণাল ঘোষকে লক্ষ্য করে, 'চোর চোর' স্লোগান দেন। তাতে প্রাথমিকভাবে কিছুটা সমস্যা তৈরি হলেও সেই বাধা কাটিয়ে তৃণমূল মুখপাত্র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন।