Advertisment

Kuntal Ghosh: কলকাতা হাইকোর্টে বিরাট স্বস্তি কুন্তলের! ED-র মামলায় শর্তসাপেক্ষে মিলল জামিন

Kuntal Ghosh-ED: নিয়োগ দুর্নীতির মামলায় যুব তৃ-ণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। ২০২৩ সালের জানুয়ারি মাসে কুন্তল ঘোষকে একটানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি।

author-image
IE Bangla Web Desk
New Update
cbi summoned a doctor in kuntal ghosh letter issue

Kuntal Ghosh got bail in ED case: ইডির মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ।

Kuntal Ghosh got bail in ED case: ইডির দায়ের করা মামলায় এবার জামিন পেয়ে গেলেন কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। বুধবার শর্তসাপেক্ষে যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কুন্তলকে পাসপোর্ট জমা রাখার নির্দেশ আদালতের। তবে জামিন মিললেও আপাতত জেল মুক্তি ঘটছে না কুন্তল ঘোষের।

Advertisment

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দায়ের করা মামলায় জামিন পেলেন কুন্তল ঘোষ। বুধবার শর্তসাপেক্ষে প্রাক্তন যুব তৃণমূল নেতার জামিন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্ট। তবে কুন্তলকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, নিম্ন আদালতের শুনানির সময় তাকে হাজির থাকতে হবে, মোবাইল নম্বর বদলানো যাবে না, নম্বরটি আদালতে জমা দিতে হবে। জামিন পেলেও সাক্ষীকে কোনওভাবে প্রভাবিত করার চেষ্টা করা যাবে না, এদিন কুন্তলের জামিন মঞ্জুর করে এমনই জানিয়েছেন বিচারপতি। তবে ইডির মামলায় জামিন পেলেও এখনও সিবিআই-এর দায়ের করা মামলায় জামিন পাননি কুন্তল। তাই আদালত তাকে জামিন দিলেও এখনই জেল-মুক্তি ঘটছে না কুন্তল ঘোষের।

উল্লেখ্য, প্রাথমিকে নিয়োগ মামলায় দুর্নীতির অভিযোগে যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করেছিল ইডি। পরে কুন্তলকে গ্রেফতার করে সিবিআই। প্রাথমিক স্কুলে নিয়োগ মামলায় প্রাক্তন অপসারিত প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল কুন্তল ঘোষের নাম প্রকাশ্যে এনেছিলেন। তাঁর দাবি ছিল, চাকরির নাম করে বাজার থেকে কোটি-কোটি টাকা তুলেছিলেন কুন্তল ঘোষ। কুন্তলের নামে শুধু অভিযোগ করাই নয়, তাঁর অভিযোগের সাপেক্ষে বেশ কিছু নথিও কেন্দ্রীয় তদন্ত সংস্থার হাতে তুলে দিয়েছিলেন তাপস মণ্ডল। 

তারপরই কুন্তলকে গ্রেফতার করতে তুমুল তৎপরতা নিয়েছিল কেন্দ্রীয় সংস্থাগুলি। শেষমেশ ২০২৩ সালের জানুয়ারি মাসে কুন্তল ঘোষকে একটানা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি। পরে তাকে হেফাজতে নেয় সিবিআই। সেই সময় রাজ্য যুব তৃণমূলের দাপুটে নেতা বলে পরিচিত ছিলেন কুন্তল ঘোষ। রাজ্যের শাসক দলের তাবড় নেতাদের সঙ্গে কুন্তল ঘোষের ওঠাবসা ছিল প্রায় নিয়মিত । রীতিমতো প্রভাবশালী ছিলেন যুব তৃণমূলের ওই নেতা। বিভিন্ন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ফিরহাদ হাকিম এবং তৃণমূলের অনেক শীর্ষনেতার সঙ্গেই তার ছবি দেখা গিয়েছে।

Kuntal Ghosh ED Recruitment Scam
Advertisment