scorecardresearch

কুন্তল ‘ম্যাজিশিয়ান’! শান্তনুর সুরেই এবার বোমা নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপসের

কেন এমন দাবি চাকরির দালালির অভিযোগে ধৃতের?

kuntal ghosh is magician why tapash mondal said that ssc scam , কুন্তল 'ম্যাজিশিয়ান'! শান্তনুর সুরেই এবার বোমা নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপসের
নিয়োগ দুর্নীতিতে ধৃত তিন জন।

বৃহস্পতিবার আদালতে তোলার সময় ধৃত তাপস মণ্ডলের মুখেও ফের শোনা গেল কুন্তল ঘোষের নাম। বললেন, ‘কুন্তল ম্যাজিশিয়ান। ও সব জানে।’ এর আগে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হুগলিক যুব তৃণমূল নেতা কুন্তলের নাম প্রথম ইডি-র কাছে তুলে ধরেছিলেন তাপসই। দাবি করেছিলেন, চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে ১৯ কোটি টাকা নিয়েছিল কুন্তল ঘোষ। এর ভিত্তিতেই কুন্তলের বাড়ি, ফ্ল্যাটে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দারা। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। এরও পরে চাকরির দালালির অভিযোগে ইডি তাপস মণ্ডলকেও গ্রেফতার করেছে।

এদিন তাপস তাপস মণ্ডল সহ নিয়োগ দুর্নীতি মামলায় অন্যান্য অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। জেল থেকে আদালতে ঢোকার পথেই তাপস মণ্ডলের কাছে সংবাদ মাধ্যমের তরফে জানতে চাওয়া হয় যে, তিনি প্রমোটার অয়ন সীলকে চেনেন কিনা? জবাবে তাপস চেঁচিয়ে বলেন, ‘কুন্তল ম্যাজিশিয়ান। ও সব জানে।’ এসবের মধ্যেই পুলিশ আদালতের মধ্যে ধৃতদের নিয়ে চলে যায়।

আরও পড়ুন- তাঁর কাছে কী ‘আবদার’ করেছিলেন সুজন-দিলীপ-শুভেন্দুরা?, ‘তথ্যে’ তোলপাড় ফেললেন পার্থ!

নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তলের বিরুদ্ধে দিন কয়েক আগে বিস্ফোরক অভিযোগ করেছিলেন শান্তনু বন্দ্যোপাধ্যায়। বহিষ্কৃত যুব তৃণমূল নেতার দাবি ছিল যে, কুন্তলই ‘নাটের গুরু’। ইডি-র কাছেও সে এই কথা তুলে ধরেছে বলে জানা গিয়েছে। কুন্তল ও শান্তনু একে অন্যের কাছাকাছি ছিলেন। নিয়োগ দু্নীতি মামলায় এই শান্তনুকেও পরে গ্রেফতার করে ইডি। নিজেকে নির্দোষ দাবি করে শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, কুন্তল অয়ন শীলের থেকে টাকা নিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পৌঁছে দিতেন।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kuntal ghosh is magician why tapash mondal said that ssc scam