Advertisment

ফের বিস্ফোরক কুন্তল! বন্ধ খাম হাতে আদালতে ঢোকার সময় কী বললেন?

জানিয়েছেন যে, আদালতে গিয়ে খামটি জমা দেবেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
kuntal ghosh appeals in high court against justice amrita sinhas stay order on police cbi joint investigation verdict , হেনস্থা মামলায় পুলিশ সিবিআই যৌথ তদন্তের উপর বিচারপতি অমৃতা সিনহার নির্দেশকে চ্যালেঞ্জ কুন্তলের

কুন্তল ঘোষ।

আদালতে ঢোকার মুখে ফের বিস্ফোর নিয়োগ মামলায় ধৃত বহিষ্কৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। প্রিজন ভ্যান থেকে নামার মুখে একটি বন্ধ খাম সাংবাদিকদের দেখান তিনি। দাবি করেন যে, ইডির বিরুদ্ধে প্রমাণ রয়েছে ওই খামে। তবে খামের বিষয়বস্তু কী? তা স্পষ্ট করেননি কুন্তল ঘোষ। তবে জানিয়েছেন যে, আদালতে গিয়ে খামটি জমা দেবেন তিনি।

Advertisment

কুন্তল ঘোষকে সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়েছে। আদালতে প্রবেশের মুখে সাংবাদিকেরা তাঁকে ঘিরে ধরেন। প্রিজন ভ্যান থেকে নামার সময় কুন্তল তাঁর হাতে ধরা একটি খাম দেখিয়ে বলেন, 'আমি একটা কথা বলব। আমাকে দিয়ে ইডি কত মিথ্যা কথা বলিয়েছে, এই হল তার প্রমাণ।'

কী আছে ওই খামের মধ্যে? সাংবাদিকদের এই প্রশ্নে কুন্তল বলেন, 'আদালতকে দেখাব।'

নিয়োগ দুর্নীতি মামলায় আগেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল তৃণণূলের যুব নেতা কুন্তল ঘোষকে। পরে, গত এপ্রিলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে তাঁর একটি চিঠি নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে যায়। ধর্মতলায় শহিদ মিনারের সভা থেকে অভিষেক দাবি করেছিলেন, হেফাজতে থাকার সময় মদন মিত্র, কুণাল ঘোষকে তাঁর নাম করতে বলতে জোর করেছিল কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। এর পরেই কুন্তল দাবি করেন, অভিষেকের নাম বলার জন্য তাঁকেও ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল ঘোষ। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতে।

সেই মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, ইডি বা সিবিআই তদন্তের প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই মতো অভিষেককে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। সিবিআইয়ের কাছে হাজিরা দিলেও ইডির তলবে পরে আর যাননি অভিষেক।

পরে এই সংক্রান্ত মামলায় কুন্তলকে ২৫ লক্ষ টাকা জরিমানা করেছিলেন বিচারপতি অমৃতা সিংহ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কুন্তল। শীর্ষ আদালত নির্দেশ দেয়, ইডির বিরুদ্ধে হেনস্থার অভিযোগ জেলা জজের কাছে জানাতে পারবেন কুন্তল। এরপরই বন্ধ খাম দেখিয়ে , বিস্ফোরক দাবি করলেন কুন্তল। তাতে কী রয়েছে এখন তা নিয়ে জোর চর্চা।

WB SSC Scam Enforcement Directorate cbi Kuntal Ghosh
Advertisment