scorecardresearch

দফায়-দফায় গোপালকে কাঁড়ি-কাঁড়ি টাকা পাঠিয়েছেন কুন্তল, বিস্ফোরক দাবি CBI-এর

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিবিআই।

kuntal have sent crores of rupees to gopal's bank account allege by cbi
গোপালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন কেন লক্ষ-লক্ষ টাকা পাঠাতেন কুন্তল?

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য হাতে পেল সিবিআই। ২০২১ সাল পর্যন্ত গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কাঁড়ি-কাঁড়ি টাকা পাঠিয়েছেন কুন্তল ঘোষ। গোপালের ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখে এমনই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কী কীরণে বা কোথা থেকে বিপুল পরিমাণ এই টাকা এল? কেনই বা গোপালকে লক্ষ-লক্ষ এই টাকা পাঠাতেন কুন্তল ঘোষ? খতিয়ে দেখছে সিবিআই।

নিয়োগ দুর্নীতি মামলার পরতে-পরতে চমক। নিয়োগ দুর্নীতি মামলায় গোপাল দলপতির ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখার পর চোখ কপালে ঠার জোগাড় সিবিআইয়ের। সিবিআই সূত্রের দাবি, ২০২১ সাল পর্যন্ত গোপাল দলপতির ব্যাঙ্ক অ্যাকাউন্টে দফায়-দফায় কয়েক লক্ষ টাকা পাঠিয়েছেন যুব তৃণমূলের নেতা কুন্তল ঘোষ।

আরও পড়ুন- স্ক্যানারে আগেই ছিলেন, কুন্তল তাঁর নাম করতেই বিভাসের ফ্ল্যাটে ED

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি সূত্রের দাবি, ২০১৭-এর ২৪ নভেম্বর গোপালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫০ হাজার, ২৫ নভেম্বর আরও ৫০ হাজার এবং ২৭ নভেম্বর ১ লক্ষ টাকা জমা দেন কুন্তল ঘোষ। এরপর ২০২১-এর ২৯ অক্টোবর কুন্তল ৭০ হাজার টাকা পাঠান গোপালের অ্যাকাউন্টে। সিবিআইয়ের আরও দাবি, এছাড়াও গোপাল ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ-লক্ষ নগদ টাকা জমা পড়েছে।

আরও পড়ুন- এতদিনে মিলল হৈমন্তীর হদিশ? BJP সাংসদ ‘সব’ জানাচ্ছেন CBI-ED-কে

২০১৭ সালে গোপালের আরমান ট্রেডিংয়ের অ্যাকাউন্টে জমা পড়ে নগদ ২ লক্ষ টাকা। এরপর ২০২১ সালে গোপাল দলপতির দিল্লির ব্যাঙ্কের অ্যাকাউন্টে নগদ ৩ লক্ষ টাকা জমা পড়েছে। কেন বারবার গোপালকে টাকা পাঠাতেন কুন্তল? এই লক্ষ-লক্ষ টাকা কোথা থেকে আসতো? কুন্তলকে দফায়-দফায় জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Kuntal have sent crores of rupees to gopals bank account allege by cbi549721