Advertisment

ফের রেল অবরোধ কুড়মিদের, বাতিল একাধিক ট্রেন, চরম যাত্রীদুর্ভোগ

কুড়মি সম্প্রদায়ের বক্তব্য, ব্রিটিশ আমল থেকেই তাঁর আদিবাসী জনজাতিভুক্ত। ফের সেই তালিকায় তাঁদের স্থান দিতে হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kurmi Community rail blockade, several train cancelled

পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ করেছেন আদিবাসীরা।

কুড়মিদের আন্দোলনের জেরে একাধিক ট্রেন বাতিল। বুধবার একাধিক ট্রেন বাতিল আদিবাসীদের আন্দোলনের জেরে। একাধিক ট্রেনের রুট বদল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের পথ সংক্ষিপ্ত করা হয়েছে। বাতিল হয়েছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, বাতিল হাওড়া তিতলাগড় এক্সপ্রেস, হাওড়া কাটানগর স্টিল এক্সপ্রেস, চলছে না হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস।

Advertisment

জানা গিয়েছে, কুড়মিদের আন্দোলনের জেরে ঝাড়গ্রাম-ঘাটশিলা-ধানবাদগামী একাধিক মেমু স্পেশ্যালের যাত্রাপথ কমানো হয়েছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে হাওড়া-আদ্রা-চক্রধরপুর এক্সপ্রেস, পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেসের। পুরুলিয়ার কুস্তাউর এবং পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে রেল অবরোধ করেছেন আদিবাসীরা। একাধিক দাবি নিয়ে তাঁরা রেল অবরোধ করেছেন। আদিবাসীদের মধ্যে এই কুড়মি সমাজের দাবি বহুদিনের।

এদিন রেললাইনে বসে স্লোগান, ধামসা-মাদল নিয়ে গান গেয়ে আদিবাসীরা রেল অবরোধে বসেছেন। চরম দুর্ভোগে ট্রেনযাত্রীরা।

প্রসঙ্গত, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া মূলত জঙ্গলমহলের এই চার জেলায় কুড়মি সম্প্রদায়ের বসবাস। এরাজ্যে কুড়মি সম্প্রদায়ের জনসংখ্যা প্রায় ৬৬ লক্ষ। কুড়মি সম্প্রদায়ের বক্তব্য, ব্রিটিশ আমল থেকেই তাঁর আদিবাসী জনজাতিভুক্ত। ফের সেই তালিকায় তাঁদের স্থান দিতে হবে। এদিকে এবছর পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত, লোকসভা বা বিধানসভা নির্বাচনে কুড়মি সমাজের ভোট জঙ্গলমহলে বেশ কিছু আসনে হার-জিতের ফ্যাক্টর হতে পারে।

আরও পড়ুন রাজু খুনে আরও গাঢ় সুপারি কিলার যোগ! চাঞ্চল্যকর ফুটেজ ie বাংলা-র হাতে

বিগত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে একচেটিয়া জয় পেয়েছে বিজেপি। ২০১৮ পঞ্চায়েত নির্বাচনে যার কিছুটা ইঙ্গিত মিলেছিল। এরইমধ্যে আদিবাসী সম্প্রদায় থেকে রাষ্ট্রপতি করেছে পদ্মশিবির। এরাজ্যে তা নিয়ে জোরদার প্রচারও করেছে গেরুয়ামহল। ২০২১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস জঙ্গলমহলে লোকসভার ক্ষত কিছুটা শুকিয়েছে।

স্বাভাবিক ভাবে এবার লোকসভায় আসন বৃদ্ধির জন্য ঝাঁপাবে। এরইমধ্যে সিপিএম নতুন করে ছাত্র-যুবদের নিয়ে লড়াই শুরু করেছে। লোকসভার আগে পঞ্চায়েত ভোটের মহড়া। এই পরিস্থিতিতে কুড়মি সম্প্রদায়ের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে অভিজ্ঞমহল।

indian railway West Bengal kurmi Andolon
Advertisment