অবরোধ প্রত্যাহারের 'ঘোষণা' নিয়ে আন্দোলনকারী কুড়মিদের মধ্যেই তুমুল বিভ্রান্তি। রবিবার সকালে পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে একটানা রেল ও রাস্তা অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো। তবে তাঁর সেই বার্তা নিয়ে বিভ্রান্তি কাটেনি। বেলা গড়াতেই নতুন করে সেই পুরুলিয়ারই কোটশিলা স্টেশনে রেল অবরোধ শুরু করেন আদিবাসী কুড়মি সমাজের মানুষজন। পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধে অনড় কুড়মি সমাজ।
Advertisment
আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি কুড়মি সমাজে। রবিবার সকালেই টানা ৫ দিন পর ভোগান্তির অবরোধ তুলে নেওয়ার কথা জানিয়েছিলেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো। রাজ্য সরকারের আবেদন মেনে নয়, নিজেরা সিদ্ধান্ত নিয়েই টানা অবরোধ কর্মসূচি তুলে নেওয়া হল বলে জানিয়েছিলেন আদিবাসী কুড়মি সমাজের নেতা অজিতপ্রসাদ মাহাতো। পুরুলিয়ার কুস্তাউরে অবরোধ তুলে নেওয়ার কথা জানান তিনি। যদিও তাঁর সেই আশ্বাস নিয়ে আন্দোলনকারী কুড়মিদের মধ্যেই দ্বন্দ্ব-বিভ্রান্তি রয়েছে।
এদিন বেলা বাড়তেই নতুন করে রেল অবরোধ শুরু হয় য়ায় পুরুলিয়ারই কোটশিলা স্টেশনে। দাবি আদায়ে রেল লাইনে বসে পড়তে দেখা গিয়েছে কুড়মি সম্প্রদায়কে। শুধু কোটশিলাই নয়, পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে অবরোধে অনড় কুড়মিরা। খেমাশুলিতে ৬ নং জাতীয় সড়কও টানা ৫ দিন ধরে আটকে রেখেছেন কুড়মিরা। রাজ্য প্রশাসনের কোনও বার্তাই কানে তুলছেন না আন্দোলনকারীরা।
এদিকে, রেল সূত্রে জানা গিয়েছে কুড়মিদের এই অবরোধের জেরে আজ রবিবারও ৯৫টি ট্রেন বাতিল করতে হয়েছে। এভাবে গত ৫ দিনের হিসেব ধরলে ৪৯৫টি ট্রেন এখনও পর্যন্ত বাতিল করা হয়েছে। এরই পাশাপাশি বহু ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে, বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করাও হয়েছে।